Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলাদেশ সমিতির বাস পিকনিক উদযাপন

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ৯:৫৩ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডায় প্রথম বারের মত উন্মুক্ত বাস পিকনিক ও কমিউনিটি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে গত ২ নভেম্বর শনিবার । দল মত নির্বিশেষ সকল সংগঠন এর জন্য ছিল ওপেন ইনভাইটেশন। বাংলাদেশে সমিতি শহরে একটি নবীন সংগঠন, মাত্র ৫ মাসে বেশ কয়েকটি ভাল অনুষ্ঠান উপহার দিয়ে প্রমাণ করল, সদিচ্ছা ও সততা এবং সঠিক নেতৃত্ব বদলে দিতে পারে সমাজ। সিটির ভিন্ন লোকেশন থেকে তিনটি বাস ছাড়ে সকাল ৯ টায়। সময় নিয়ে বাংলাদেশীদের যে দুর্নাম ২রা নভেম্বর ছিল ব্যতিক্রম । সবাই ৮.৩০ মধ্যে বাসে উঠে বসেন। বাংলাদেশী অধ্যুষিত তিনটি বড় সিটি থেকে তিনটি বাস ছাড়ে সকাল ৯টায় । গন্তব্য সেন্ট্রাল ফ্লোরিডার হানিমুন বীচ । তিনটি বাসের তত্বাবধানে ছিলেন দুজন করে ভলান্টিয়ার, তারা লিস্ট থেকে সকলের সিট নিশ্চিত করেন সাথে সবার জন্য সকালের নাস্তা । আগে থেকে সকল পরিবারের রেজিস্ট্রেশন থাকলেও তিনটি বাসে জায়গা সংকুলান হয় নি ।

অনেকে মজা করার জন্য সিট থাকা স্বত্বেও দারিয়ে নেচে গেয়ে আনন্দ ফুর্তি করে বাস পিকনিক উপভোগ করেন । শহরে বাস পিকনিক অতিতে হয়ে থাকলেও এবারের বাংলাদেশ সমিতির বাস পিকনিক সকলের জন্য উন্মুক্ত থাকায় তা প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাস ছিল । চমৎকার আয়োজন, সকাল ৯ টায় সবাইকে প্যাকেট ব্রেকফাষ্ট প্রদান করা হয়, ব্রেকফাষ্ট দেখে অনেকে বলেন - এটা আমার ৭ দিন সকালের নাস্তা। তিনটি বাসে ১০৫ টি ফ্যামিলী সর্বমোট ২৫০ জন, অনেকে নিজস্ব গাড়ীতেও যুক্ত হন।। হানিমুন বীচে সকাল ১১.৩০ আমরা পৌছি। চমৎকার আয়োজন, অসাধারন টীম ওয়ার্ক সকল প্রবাসীদের নজর কাড়ে। প্রথমে হানিমুন বীচের পার্কে কিছুটা মশার উপদ্রুপ ছিল, বাঙালীদের বুদ্ধিমত্তায সামান্য আগুন এর উত্তাপ দেয়া মশা উধাও, স্বস্তির নিশ্বাস। দিন ব্যাপী চলে খেলাধুলা ও আড্ডা ও আনলিমিটেড খাবারের ব্যবস্থা সাথে লাইভ গান বাজনা ও কবিতা। ছোট বাচ্চা দের থেকে ‍শুরু করে সকল বয়সীদের নানা্ন ব্যাতিক্রমী খেলাধুলা থাকায় সকল প্রবাসীরা ছিলেন খুশি । বাংলাদেশ সমিতির সংগঠক আনোয়ার হোসেন সেন্টু বেশ কয়েকটি নতুন খেলাধুলার সংযোজন করেন, যা ছিল বাড়তি পাওয়া । তাকে সহযোগীতা করেন মুরাদ হোসেন, নাজিমুউল্লাহ লিটন, ইসহাক আলী, হেলাল আহমদ, শোভন আহমদ, মিজান মোস্তফা প্রমুখ । খেলাধুলার মাঝে মাঝে প্রবাসীরা হানিমুন বীচে ঘুরে বেড়ান । বাংলাদেশ সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, আমাদের চেষ্টা ছিল প্রবাসীদেরআনন্দ দেবার । সকল প্রবাসীদের উচছাস আমাদের অনুপ্রেরনা । বাংলাদেশ সমিতির সাধারন সম্পাদক জাহিদ বলেন, তিনটি বাসের পিকনিকের আয়োজনে প্রবাসীদের সন্তুষ্টি আমাদের আগামীতে আাউট অব স্টেটে বাস পিকনিক করবো আমরা । আবার সবার দাবী অনুযায়ী শীপ পিকনিক করার ইচছা । হানিমুন বীচে বাস পিকনিকের নানান আয়োজন চলে দুপুর ১২ টা ধেকে সন্ধা ৬ টা পযন্ত । স্বপন অধিকারী ও মোহাম্মদ চৌধুরী রানা গানে ও সুরের র্মুচছনায় মাতিয়ে রাখেন । তিনটি বাস যাত্রা কালে বাসের ভেতর চলে গান আড্ডা ও নৃত্য । সেখানে লাইভের মাধ্যমে চলে লাইভ ব্রডকাষ্ট ।আয়োজকদের সুন্দর ব্যবন্থাপনা সকলের ধন্যবাদ পায় সাধারন প্রবাসীদের নিকট । । বাংলাদেশ সমিতির সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারী জাহিদ অনেক সুন্দর একটি সর্ববৃহদ বাস পিকনিক উপহার দেন যাতে সাধারন প্রবাসীদের কাছে তাদের মুল্যায়ন চোখে পড়ে । আগামীতে যাতে এরকম সুন্দর আয়োজন অব্যহত থাকে এই প্রত্যাশা ব্যাক্ত করেন অনেকে । পেছনে যারা ছিলেন তাদের নাম না বললে কেমন অপরাধী মনে হবে, আনোয়ার হোসেন সেন্টু,নাজিম উল্লাহ লিটন,জাহাঙ্গীর সরদার, মুরাদ হোসেন,আব্দুল জলিল, সামস ইউ শোভন, ইসহাক আলী,হেলাল আহমদ,শামীম মৃধা,স্বপন অধিকারী, মোহাম্মদ রহমান রানা, জয়নাল চৌধুরী, জালাল আহমদ, জুয়েল সাদত, মিজান মোস্তফা ও মো শফি প্রমুখ। দুপুরে ক্যাটারিং এর মাধ্যমে চমৎকার আইটেমের সুশৃংখল খাবার পরিবেশন করা হয়, ছিল আম ভর্তা সহ বাচ্চাদের নানান খাবার। খাবার তৈরী ও ভর্তা ভাজি তৈরীতে অনেক প্রবাসী মহিলা সদস্য খাবার পরিবেশন করার জন্য সহযোগীতা করেন । এবারের অন্যরকম পিকনিটি মনে হয়েছে একটা পরিবারের মত । বিকেল ৬ টায় যখন বাস ছাড়ে শহরমুখি তখন প্রত্যেক পরিবারকে শীতের গরম পীঠার বক্স উপহার দেয়া হয়। সবাই গাড়ীতে বসে পীঠা খান। অনেক সুন্দর একটি বাস এর কেক ছিল বাড়তি আকর্ষন, আমার জন্মদিন ও উইশ হয়ে যায় সেখানে।। তিনটি বাসের আকর্ষনীয় বাস পিকনিক টি অনেককেই আনন্দ দিতে পারায় বাংলাদেশ সমিতি ধন্যবাদ পায়। দু ঘন্টার বাস যাত্রা যাওয়া আসা ও হানিমুন বীচের নজরকাড়া মনোরম দৃশ্যবলি অনেকেই আনন্দিত করে । সংগঠকদের সব বাসের যাত্রীদের আপ্যায়ন ও সঠিক নিয়মে বসার ব্যবস্থা নাস্তা, দুপুরের খাবার ও বিকালের না্স্তার সঠিক সমন্বয় ও সর্বোপরী সকল বয়সীদের খেলাধুলা ও পুরষ্কার বিতরনী ছিল চোখে পড়ার মত । বিনা মুল্যে রেফেল ড্রর টিকেট প্রদান ও ৭ টি আকর্ষনীয় পুরষ্কার ছিল বাড়তি পাওনা্ । সেন্ট্রাল ফ্লোরিডাবাসী একটি অন্য রকম দিন কাটালেন ।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাস জীবন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ