Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোকমান ইস্যুতে আইসিসির কোর্টে বল!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৮:৫৫ পিএম | আপডেট : ৯:১৭ পিএম, ৬ নভেম্বর, ২০১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালক ও ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া ইস্যুতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোর্টে বল ঠেলে দেয়া হলো! মোহামেডান ক্লাবে অবৈধ ক্যাসিনো চালানোর দায়ে লোকমান বর্তমানে কারাগারে থাকলেও দু’দিন আগে জানা যায়, বিসিবি’র পরিচালকের পদ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্তের চিন্তা-ভাবনা চলছে। বিসিবি’র আগামী মিটিংয়েই বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথাও শোনা যাচ্ছিলো। লোকমানকে সাময়িকভাবে বরখাস্তের জোর সম্ভাবনাও ছিল। জানা গিয়েছিল, বিসিবি নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তবে ক্রিকেট পাড়ায় এমন গুঞ্জন উঠলেও আপাতত কিছুই হচ্ছে না লোকমান হোসেন ভূঁইয়ার। বুধবার বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এমপি সরাসরি জানিয়ে দিয়েছেন, আপাতত লোকমানের ব্যাপারে কিছুই করার নাই তাদের। তিনি বলেন,‘আইসিসি অনুমোদিত বিসিবির বর্তমান গঠনতন্ত্রে লোকমান হোসেন ভুঁইয়া ইস্যুতে এখনই কিছু করার নেই। তার ব্যাপারে কোন রকম কড়া সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও নেই বিসিবির।’

পাপন আরো বলেন, ‘আমাদের হাতে বিসিবির যে গঠনতন্ত্র আছে, তাতে একজন কাউন্সিলরকেও হঠাৎ বাদ দেয়ার ক্ষমতা নেই। সেখানে লোকমান একজন নির্বাচিত পরিচালক। তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। আইসিসির সঙ্গে কথা না বলে কিছুই করতে পারিনা আমরা। আইসিসির কাছ থেকে জেনে সিদ্ধান্ত নিতে হবে কি করা যায়? তাই বলা যায়, লোকমান ইস্যুতে এখনই কিছু করা সম্ভব হচ্ছে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ