মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের মিলবোর্ন সিটি কাউন্সিলের নির্বাচনে দুই বাংলাদেশি-আমেরিকান বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদের জন্যে নির্বাচিত হয়েছেন। এরা হলেন চট্টগ্রামের সন্তান নূরুল হাসান এবং মাহাবুবুল তাইয়্যেব।
৫ নভেম্বর আপার ডারবি সিটি কাউন্সিল (টাউনশিপ) নির্বাচনে শেখ মোহাম্মদ সিদ্দিক দ্বিতীয় মেয়াদের জন্যে পুননির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, মিলবোর্ন সিটি তথা বরো কাউন্সিলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন নূরুল হাসান। দ্বিতীয় মেয়াদেও একই দায়িত্ব পালন করবেন। ভবিষ্যতে এই সিটির প্রেসিডেন্ট হতে চান তিনি। তার বাড়ি চট্টগ্রামের দক্ষিণ হালিশহরের বন্দরটিলায়।
উল্লেখ্য, মিলবোর্ন সিটির ৬ কাউন্সিলম্যানের ৪ জনই বাংলাদেশি। অপর দু’জনের মেয়াদ ফুরোবে চার বছর পর। তারা হলেন মুনসুর আলী এবং ফেরদৌস ইসলাম। এরা সকলেই ডেমক্র্যাট।
এদিকে, পাবনার সন্তান শেখ মোহাম্মদ সিদ্দিক দ্বিতীয় মেয়াদের জন্যে পুননির্বাচিত হয়েছেন।
বিজয়ী ৩ বাংলাদেশিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা এবং আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।