মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাকের রাজধানী বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর আবারো প্রকাশ্যে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। সোমবার রাজধানী বাগদাদে এ ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন পাঁচজন। আহত হয়েছেন অনেকে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানিয়েছে।
বাগদাদ থেকে আল-জাজিরার নাতাশা ঘনিয়েম জানান, সোমবার আহরার ব্রিজে ব্যারিকেড দিলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়।
তিনি জানান, 'একজন প্রত্যক্ষদর্শী আমাদের বলেন, নিরাপত্তা বাহিনী টিয়ার শেল না ছুঁড়ে প্রকাশ্যে গুলি করে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।
এছাড়া একটি হাসপাতাল সূত্র তাকে জানিয়েছে, 'কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের মাথা ও মুখে গুলি লেগেছে।' তবে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদির এক মুখপাত্র হতাহতের এ ঘটনা অস্বীকার করেছেন। আল-জাজিরার কাছে দাবি করেন, 'বাগদাদে কেউ নিহত হননি।'
এদিকে বার্তা সংস্থা রয়টার্সও আহরার ব্রিজে সংঘর্ষে নিহতের সংখ্যা পাঁচজন বলে জানিয়েছে।
সংস্থাটি জানায়, ভিডিও ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া সংস্থাটির এক ক্যামেরাম্যান জানান, তিনি আরো চারজনকে গুলিতে নিহত হতে দেখেছেন। তবে নিরাপত্তা বাহিনী এবং হাসাপাতাল সূত্র তাদের জানিয়েছে, নিহত হয়েছেন একজন এবং আহত ২২ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।