গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার লাশ আগামী ৭ নভেম্বর বৃহস্পতিবার ঢাকায় আনা হবে। ওই দিন রাজধানীতে তার ৪টি জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, সাদেক হোসেন খোকার জানাজার নামাজ ৭ নবেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জন সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ জহুর বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে হবে ২য় জানাজা। দুপুর ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে তৃতীয় এবং গোপীবাগ নিজ বাসায় হয়ে ধুপ খোলা মাঠে জানাজা শেষে জুরাইন গোরস্তানে নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।