Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোশ্যাল মিডিয়ায় আলোচনায় খোকার জানাজায় মানুষের ঢল

আবদুল মোমিন | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ১০:১৪ এএম

রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামার ঘটনা বিশেষ আলোচনায় জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবিভক্ত ঢাকা সিটির প্রয়াত শেষ মেয়রের এমন জনপ্রিয়তা নিয়ে প্রশংসিত প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। তার বিভিন্ন অবদান স্মরণ করে দিচ্ছেন স্ট্যাটাস।

বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়। দেশের মাটিতে এটি তার দ্বিতীয় জানাজা, প্রথমটি হয় বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। খোকার লাশবাহী কফিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেয়া হলে সেখানে কান্নায় ভেঙে পড়েন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। লোকে লোকারণ্য হয়ে ওঠে গোটা এলাকা। রাজধানীর নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল এলাকার সড়কে ছড়িয়ে পড়ে মানুষের সমাগম। এ সময় ওই এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ফেইসবুকে হোসাইন জাকির লিখেছেন, ‘‘একজন গেরিলা যোদ্ধার লাশের পাশে সমগ্র বাংলাদেশ জনতার ভালোবাসা ও অশ্রুসিক্ত হয়ে নয়াপল্টন পার্টি অফিসে জানাযায়
শেষ বিদায় নিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব সাদেক হোসেন খোকা ভাই। আল্লাহ সাদেক হোসেন খোকাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’’আমীন..

আবদুর রাজ্জাক লিখেছেন, ‘‘এ হচ্ছে খোকা ভাইয়ের প্রতি মানুষের অগাধ ভালবাসা! আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদাউস দান।’’

জামিল চৌধুরী লিখেছেন, ‘‘সমর্থক হিসেবে আমি বহুবার উনার সামনে গিয়েছি, এমনকি পরম সৌভাগ্যবান হিসেবে ম্যাডাম খালেদা জিয়ার সামনেও গিয়েছি। লংমার্চ, রোড মার্চ, গনমিছিল, অনেক জায়গায় অনেক কাছ থেকে খোকা সাহেবকে দেখেছি। অসাধারণ মানুষ ছিলেন। আল্লাহ আপনি দয়া করে উনার জীবনের সকল গুনাহ মাফ করে দিন।’’

‘‘লোক সমাগমে বুঝা যায় কত জনপ্রিয় ছিলেন তিনি। আল্লাহ ওনাকে জান্নাত দান করুন। আমীন’’ লিখেছেন হারুন রশিদ।

সানাউল্লাহ মাহমুদি লিখেছেন, ‘‘শহীদ জিয়ার মানিক মিয়া এ্যভিনিউর ৮১ সালের স্মরণ কালের ঐতিহাসিক জানাজার নামাজের ৩৮ বছর পর নয়াপল্টনে অনুষ্ঠিত আর এক ঐতিহাসিক নামাজে জানাজা। শহীদ জিয়ার হাতে গড়া সফল ব্যক্তিত্ব মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের।’’

সাদ খলিল লিখেছেন, ‘‘আল্লাহ যার প্রতি মানুষের এরকম গভীর ভালবাসা তাকে তুমি ভালবাসো। আর স্থায়ী নিবাস জান্নাতুল ফেরদাউস দান করো।’’

আহমাদ আলী লিখেছেন, ‘‘বিএনপি কত জনপ্রিয় দল তা আরও একবার দেখানো হলো খোকার জানাজার মাধ্যমে। আল্লাহ ওনার বেহেশতবাসী করুন। আমিন।’’

‘‘এখান থেকেই মানুষের শিক্ষা নেওয়া উচিৎ, যে কোন কোন মানুষ রুপি অমানুষ যত বড় পদেই থাকুক কিন্তু সে মরেও মানুষের গালি বকা খায়, আর যারা প্রকৃত মানুষ তারা মরলেও কেউ গালি বা বকা দেয় না বরং তার জন্য সবাই মাগফেরাত কামনা করে’’ লিখেছেন রাইহান আকন্দ।

জাকির হোসেন লিখেছেন, ‘‘কে বলেছে খোকা ভাই মারা গেছে। খোকা ভাই তো বিপ্লবী আর বিপ্লবীরা কখনো মরেনা। খোকা ভাই তো এদেশের সার্বভৈৗমত্ব ও গনতন্ত্র রক্ষার ভার আমাদের দিয়ে উনি একটু বিশ্রাম নিচ্ছেন। এ দেশের দায়ীত্ব এখন আমাদের।’’

বাবু লিখেছেন, ‘‘জানাযাতে উপস্থিতিই প্রমাণ করে, খোকা ভাই কতটা জনপ্রিয় ছিলেন। উনার মত একজন মুক্তিযুদ্ধাকেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদেশে মৃত্যুবরণ করতে হলো! আজ সকল প্রতিহিংসার উর্ধ্বে চলে গেলেন!’’



 

Show all comments
  • এম এ মজিদ ৮ নভেম্বর, ২০১৯, ১২:১৩ পিএম says : 0
    খোকা ভাইয়ের দেশে ফেরার আকুতিই বলে দেয় দেশের প্রতি তাঁর কতটা মমতা ছিল। একজন সত্যিকার একজন মুক্তি যোধ্যা হয়েও যে দেশের জন্য যুদ্ধ করেছেন সেই দেশে মরতে পারলেননা। নোংরা রাজনীতি তা হতে দেয়নি। ধিক্কার জানাই রাজনীতিকে।
    Total Reply(0) Reply
  • Khandakar Anamul Haque ৮ নভেম্বর, ২০১৯, ২:১৩ পিএম says : 0
    আমার অনেক প্রিয় একজন মানুষ ছিলো, আল্লাহ্ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমীন !!
    Total Reply(0) Reply
  • Younus Adnan ৮ নভেম্বর, ২০১৯, ২:১৩ পিএম says : 0
    আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন
    Total Reply(0) Reply
  • Bogra Roni ৮ নভেম্বর, ২০১৯, ২:১৪ পিএম says : 0
    বিদায় বেলায় যে ভালোবাসা তিনি পেলেন তা সবার ভাগ্য জোটেনা সেলুট জানায় হে বীর মুক্তিযোদ্ধা।
    Total Reply(0) Reply
  • Md Nasiruddin Fakir Liton ৮ নভেম্বর, ২০১৯, ২:১৪ পিএম says : 0
    প্রিয় ও ভালবাসার মানুষটিকে শেষবারের বিদায় জম্ম পরে এত লোক দেখিনেই,ইতিহাসে রয়ে থাকিবে হাজার লক্ষ মানুষের ঢল।
    Total Reply(0) Reply
  • Shahanawaj Sumon ৮ নভেম্বর, ২০১৯, ২:১৪ পিএম says : 0
    সাদেক হোসেন খোকার জনপিয়তার জন্যই ঢাকা শহরে বিশাল জানাজা অনুষ্ঠিত হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাদেক হোসেন খোকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ