বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামের রাজেন্দ্রপুর এলাকার জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় (৩৫) ব্যক্তির লাশের পরিচয় মেলেনি সাড়ে চার মাসেও। লাশটি উদ্ধারের পর শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশের ধারণা হয় হত্যার পর ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলাও করে পুলিশ। কিন্তু লাশের পরিচয় সনাক্ত না হওয়ার কারণে এগুচ্ছে না মামলাটির তদন্ত কার্যক্রম। তবে বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার সদস্যরা ওই ব্যক্তির পরিচয় সনাক্ত এবং হত্যার রহস্য বের করার জন্য ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, চলতি বছরের ২০ জুন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির উত্তর পাশে মহাসড়ক সংলগ্ন কেরানী পুকুরের পশ্চিম পাড়ে ঘাসের উপর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় চৌদ্দগ্রাম থানা পুলিশ।
সে সময় লাশের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখে পুলিশের ধারণা হয় নিহত লোকটিকে হত্যার পর এই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।