বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারের নামাগেন্ডা এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে নিখোঁজ এক রিকসা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে সাভার পৌর এলাকার নামাগেন্ডা তারা মসজিদ সংলগ্ন বাদশা মিয়ার পরিত্যক্ত ডোবায় কচুরীপানা দিয়ে ঢেকে রাখা মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তৌহিদুল ইসলাম ওরফে খাজা (৪৩) দিনাজপুর জেলার বাসিন্দা। সে সাভারের গেন্ডা এলাকার মুক্তিযোদ্ধা শামসুল হকের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালিয়ে জিবীকা নির্বাহ করতেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত বলেন, দুপুরে নামাগেন্ডা এলাকায় ডোবায় কচুরিপানার নিচে এক ব্যক্তির মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন, লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল। এতে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি রাতের আধারে কচুরীপানা দিয়ে ঢেকে রাখে দূবৃত্তরা। তবে লাশটি ২/৩দিন আগের হতে পারে।
তিনি আরও বলেন, তৌহিদুল ইসলাম ওরফে খাজা শুক্রবার থেকে নিখোঁজ ছিল। লাশের চেহারা বিকৃত হওয়ায় ঠিকমতো চেনা যাচ্ছে না, তবে শরীরের পোশাক দেখে পরিবারের লোকজন ধারনা করছে লাশটি তৌহিদুলের।
এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।