Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন আইএস প্রধান কে আমরা জানি : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ২:১৪ পিএম | আপডেট : ৫:২৪ পিএম, ২ নভেম্বর, ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নতুন প্রধান ‘ঠিক’ কে তা আমেরিকার জানা আছে। সিরিয়ায় মার্কিন অভিযানের সময় আত্মঘাতী হামলায় আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদি নিজেকে ‘উড়িয়ে দেওয়া’র এক সপ্তাহ পর ট্রাম্প এক টুইটবার্তায় এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের ধারাবাহিকতায় হোয়াইট হাউজের পক্ষ থেকেও গত ২৭ অক্টোবর (রবিবার) দাবি করা হয়, ২৬ অক্টোবর (শনিবার) মার্কিন অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন বাগদাদি। পরে মার্কিন অভিযানের স্যাটেলাইট ভিডিও প্রকাশ ওয়াশিংটন। সর্বশেষ ৩১ অক্টোবর আইএস-এর পক্ষ থেকেও বাগদাদি হত্যার সত্যতা নিশ্চিত করে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশিকে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়। তাদের সংবাদ সংস্থা আমাকের অনলাইনে একটি অডিও টেপ প্রকাশ করে তাদের নেতা বাগদাদির হত্যাকান্ডের প্রতিশোধ নেয়ার হুমকি দেওয়া হয়েছে।

আইএসের ওই ঘোষণার পর শুক্রবার (১ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটবার্তায় বলেন, ‘আইএসআইএর একজন নতুন নেতা নির্বাচন করেছে। আমরা জানি সে ঠিক কে!’ তবে তিনি এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস-বিরোধী সংস্থাগুলোর সমন্বয়ক ন্যাথান সেলস শুক্রবার বলেছেন, আইএস’র নয়া প্রধান কে ও এতদিন এই সংগঠনে তার ভূমিকা কী ছিল তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। আমরা তার ব্যাপারে বেশি কিছুই জানি না।

আমাকের ঘোষণায় বর্তমান নেতাকে একজন ‘স্কলার/পন্ডিত’ উল্লেখ করায় তার সম্পর্কে রহস্য রয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। এজন্য তার বিষয়ে বিস্তারিত গবেষণা করছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ