Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত সফরে অ্যাঙ্গেলা ম্যার্কেল, চুক্তি স্বাক্ষর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:১৯ পিএম

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তিনদিনের সফরে এখন ভারতে আছেন। শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। দিল্লি ও এর আশে পাশের এলাকায় বায়ুদূষণের পরিমাণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার দিনের শেষে জরুরি অবস্থা ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই এলাকার সবাইই এখন মুখে মাস্ক পরিধান করছেন বিষাক্ত বাতাস থেকে বাঁচতে। তবে ছবিতে দেখা যায় মোদি-ম্যার্কেল বৈঠকে কারও মুখে মাস্ক ছিল না। খবর ডয়েচে ভেলের।

দিল্লির বাতাসের অবস্থা এতটাই খারাপ যে, মঙ্গলবার পর্যন্ত সব ধরনের নির্মাণ কাজের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

ভারত সফররত বাংলাদেশ ক্রিকেট দলের কোচসহ কয়েকজন খেলোয়াড়কে শুক্রবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে মাস্ক পরে অনুশীলন করতে দেখা গেছে। রোববার সেখানেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

তবে মাস্ক ছিল না ম্যার্কেল ও মোদীর মুখে। যদিও শারীরিক অসুস্থতার কারণে দুই দেশের জাতীয় সংগীত বাজানোর সময় ম্যার্কেলকে বসে থাকতে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে একাধিক অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের সময় দাঁড়িয়ে থাকা ম্যার্কেলকে কাঁপতে দেখা গেছে।

কৃষি, সাইবার নিরাপত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, শিক্ষা, নৌপ্রযুক্তি, এমনকি যোগব্যায়াম নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ম্যার্কেল বলেন, বর্তমানে প্রায় ২০ হাজার ভারতীয় শিক্ষার্থী জার্মানিতে পড়াশোনা করছেন। আমরা আরও শিক্ষার্থী দেখতে চাই। ম্যার্কেলের সঙ্গে মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীও রয়েছেন।

ইউরোপে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হচ্ছে জার্মানি। মার্চে শেষ হওয়া ২০১৮-১৯ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ২৪.০৬ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের তুলনায় দুই বিলিয়ন ডলার বেশি। এছাড়া ২০০০ সাল থেকে জার্মান কোম্পানিগুলো ভারতে প্রায় ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এক হাজার ৭০০ এর বেশি জার্মান কোম্পানি ভারতে কার্যক্রম পরিচালনা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ