পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর ভাসানটেকের মাটিকাটা এলাকায় কলেজছাত্রী ও তার মাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার মূল আসামি মাওলানা মাশুক রেজার গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তার বাসার গেট ভেঙে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, মাসুক রেজা বাসায় আছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে বাসার গেট বন্ধ পাওয়া যায়। অনেক্ষণ বাইরে থেকে খুলতে বললেও কেউ সাড়া দেয়নি। পরে পুলিশ সদস্যরা গেট ভেঙে ভেতরে গিয়ে তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল বাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে বাড়ির মালিকের স্ত্রী ও তার কলেজ পড়–য়া মেয়েকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠে মাসুক রেজাসহ তার সহযোগীদের বিরুদ্ধে। এছাড়া অগ্নিদগ্ধ অবস্থায় ভুক্তভোগীদের হাসপাতালে নেয়ার পথে তিনি ও তার সহযোগীরা বাধা দেন এবং লাঞ্ছিত করেন। এ ঘটনায় ভাষানটেক থানায় মাসুক রেজাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তিনিসহ পাঁচ আসামি হাইকোর্ট থেকে ১০ দিনের আগাম জামিন নেন।
এদিকে, গত ২৩ জুন আসামি মাসুম বিল্লাহ, সবুজ মিয়া, সরদার মাহমুদ, ইয়াছিন আলী সিদ্দিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।
আদালত মাসুম বিল্লাহ ও সবুজের আবেদন নাকচ করে কারাগারে পাঠান এবং সরদার মাহমুদ ও ইয়াছিন আলী সিদ্দিককে জামিন দেন। এ সময় আদালতে হাজির না হওয়ায় মূল আসামি মাশুক রেজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মহানগর দায়রা জজ ইমরুল কায়েস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।