Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত যাত্রায় সাকিবের জন্য হাহাকার

‘সে ভুল করেছে, অপরাধ করেনি’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

বহু চেষ্টার পর ভারতে একটি পূর্ণঙ্গ সিরিজ পেল বাংলাদেশ। কোথায় থাকবে উৎসবের আমেজ উল্টো বিষাদের ঘেরাটোপে দেশের ক্রিকেট। ১৩ দফা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন, বিসিবি প্রধানের ‘ষড়যন্ত্র’ তত্ত্ব এবয় সবশেষ সকিব আল হাসানের নিষেধাজ্ঞা। সব মিলিয়ে আকস্মিক ধাক্কায় টালমাটাল বাংলাদেশের ক্রিকেট। ভারতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরু হবে ৩ নভেম্বর। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের নিষিদ্ধ হওয়ার খবর হজম করার ফুরসত পাওয়ার আগেই ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে দল। সব ঠিক থাকলে এদিন সাকিবের নেতৃত্বেই দিল্লির বিমানে চড়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু জুয়াড়ির কাছ থেকে একাধিক প্রস্তাব পেয়েও তা গোপন করায় সাজা পেয়ে সাকিব এখন এক বছরের জন্য ক্রিকেটের বাইরে। হুট করে আসা এই ঝড় সামলাতে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। টেস্ট দলের অধিনায়কত্ব করবেন মুমিনুল হক।

দেশ ছাড়ার আগে সাকিবের জায়গায় নতুন টি-টোয়েন্টি অধিনায়কত্ব পাওয়া মাহমুদউল্লাহ জানালেন, এই ধাক্কা কাটিয়ে উঠতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। দেশের জার্সি গায়ে চাপিয়ে নিজেদের সেরাটা দিতে চান, ‘প্রথমত আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে তা পালন করার। দেশের জার্সি গায়ে দিয়ে যখন নামব চেষ্টা করব দল হিসেবে আমরা যেন সেরাটা দিতে পারি।’ ভারত এমনিতেই সেরা দলগুলোর একটি, ঘরের মাঠে তো তারা প্রায় অপ্রতিরোধ্য। সেই ভারতের সঙ্গে এমন বিপর্যস্ত দল নিয়েও আশায় বুক বাঁধছেন মাহমুদউল্লাহ, ‘হ্যাঁ, তারা অনেক ভালো দল। তবে দল হিসেবে যদি আমরা সেরাটা দিতে পারি, ছোট ছোট সুযোগ যদি কাজে লাগাতে পারি তাহলে সম্ভব (ভাল কিছু করা)।’
ঠিক একদিন আগেই বয়ে গেছে টার্নেডো। যাতে ছিটকে গেছেন সাকিব। দলের অধিনায়ক, সেরা খেলোয়াড়ের এভাবে ছিটকে যাওয়ার পরিস্থিতি সামলানোর পাশাপাশি সাকিব জানিয়ে গেলেন সাকিবের প্রতি নিখাদ সমর্থনের কথা, ‘সবাই জানি আমাদের দলের জন্য, দেশের জন্য কত বড় আঘাত। ও কত বড় খেলোয়াড় সবাই জানি। হয়ত সে একটা ভুল করেছে, কিন্তু অপরাধ করেনি। আমাদের সকলের সমর্থন তার সঙ্গে আছে। আমরা সাকিবকে ভালবাসতাম। আশা করি ভালো বেসে যাব।’ আপাতত কিছুই বদলানো যাবে না। কিন্তু যা করা যাবে সেদিকেই নজর মাহমুদউল্লাহর, ‘এটা তো আমাদের নিয়ন্ত্রণে নাই। আমার কাজ হচ্ছে খেলা। এবং দেশের জন্য জান দিয়ে লড়া।’
সেই একই হাহাকার মিশে থাকলো আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের কণ্ঠেও। দেশসেরা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জানালেন, সাকিবের বিকল্প সাকিবই, ‘সাকিবের বিকল্প নেই। অবশ্যই তাকে মিস করব। সে আমাদের নাম্বার ওয়ান খেলোয়াড়। আমরা দোয়া চাই। শুধু দলের জন্য নয়, সাকিবের জন্যও। আমরা ওর পাশে আছি।’ তবে সেই সঙ্গে তরুণদের জন্য একটি চ্যালেঞ্জও ছুড়ে দিলেন মুশফিক, ‘তার (সাকিবের) জায়গায় যারা এসেছে তাদের জন্য এটা বড় সুযোগ। সাকিব যদি চোটে পড়ত নিশ্চয়ই অন্য কেউ তার জায়গায় আসত। এভাবে দেখলেই আমাদের জন্য ভালো হয়। ক্রিকেটে কেউ নিশ্চয়তা দিতে পারবে না। ভালো ফলই এসব পেছনে ফেলতে পারে।’ সেই ভালো ফল দিতে পারে কেবল সমন্বিত প্রচেষ্টায় সেটিও জানিয়ে দিলেন পঞ্চপা-বের এই সদস্য, ‘এক নম্বর দলের সঙ্গে খেলতে যাচ্ছি, চ্যালেঞ্জ তো থাকবেই। এই চ্যালেঞ্জ আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগায়।’ তরুণদে উপর অর্পিত দায়িত্ব সাদরে গ্রহণ করেছেন মোসাদ্দেক হোসেন। তরুন এই ওপেনার জানালেন, সাকিবের জন্যই ভালো খেলতে চান তারা, ‘সাকিব ভাই নেই। স্বাভাবিকভাবেই এটা আমাদের জন্য বড় দায়িত্ব। সবাই এটার জন্য প্রস্তুত আছে।’
দীর্ঘদিন ছিলেন দলের বাইরে। সেই আরাফাত সানিও ক্ষতি দেখছেন সাকিবকে ছাড়া, ‘কোনো সন্দেহ নেই সাকিব আমাদের সেরা খেলোয়াড়। অনেক দিন ধরে সে নাম্বার ওয়ান। ব্যক্তিগতভাবে আমি মনে করি সে থাকলে বোলিংয়ের আরেক প্রান্তে অনেক পরামর্শ পেতাম। সে অনেক দিন আইপিএল খেলছে। ভারতের উইকেট-কন্ডিশন ওর খুব ভালো জানা। সে থাকলে আমার বাড়তি পাওয়া হতো। অবশ্যই তাকে মিস করব। ভারত ধারাবাহিক খুব ভালো খেলছে, অবশ্যই সিরিজটা ভীষণ চ্যালেঞ্জিং হবে। তবে আমরা যদি তিন বিভাগেই নিজেদের সেরাটা দিতে পারি, তবে ম্যাচ জিততে পারব আশা করি।’
এই কঠিন সময়ে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে চান মোহাম্মদ মিঠুনও, ‘ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। সাকিব নেই, অবশ্যই তাকে অনেক মিস করব। এরপরও নিজেদের সেরাটা দিয়ে ওখানে ভালো করার চেষ্টা করব। দল যখন যেটা চাইবে সেটিই ঠিকঠাক করার চেষ্টা করব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ