Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সাকিবের অধীনেই বিশ্বকাপের ফাইনালে খেলবে বাংলাদেশ’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

আকস্মিক ধাক্কায় টালমাটাল বাংলাদেশের ক্রিকেট। এই মুহূর্তে যাকে সবচেয়ে বেশি দরকার সেই মাশরাফি বিন মুর্তজা অনেকটাই অন্তরালে। ক্রিকেটারদের ১৩ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক। সেই সামাজিক যোগাযোগমাধ্যমেই ফের উপস্থিতির জানান দিলেন ক্যাপ্টেন ম্যাশ। তবে উপলক্ষ্য দুঃখের, হতাশার। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসির দুর্নীতি দমন ইউনিটের নিষেধাজ্ঞায় পড়া সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছেন মাশরফি বিন মর্তুজা।

বাংলাদেশ দলে তার ১৩ বছরের সহযোদ্ধার নিষিদ্ধ হওয়ার ঘটনায় বিনিদ্র রাত কাটানোর কথা জানিয়ে মাশরাফি আশা দেখছেন, এই সাকিবই বাংলাদেশকে নেবেন ২০২৩ বিশ্বকাপের ফাইনালে। দেশসেরা এই অধিনায়ক সাকিবের মাথায় ¯েœহের পরশ বুলিয়ে দেয়া এক ছবি পোস্ট করে তার ফেসবুক পাতায় লিখেছেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!’
এই ঘটনায় মাশরাফির মতো বিমর্ষ দলের আর সব সতীর্থরাও সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছেন দলের সেরা তারকার বিপদে পাশে থাকার পথ হিসেবে। যেমন মুশফিকুর রহিমে সঙ্গে সাকিবের বয়সের পার্থক্যটা খুব সামান্য কিছু দিনের। এক সঙ্গে বেড়ে ওঠা। খেলেছেন সেই বয়সভিত্তিক দল থেকে। দুই জন খুব ভালো বন্ধুও বটে। তবে আগামী এক বছর সাকিবকে ছাড়াই পথ চলতে হবে বন্ধু মুশফিককে। আর এটা বিশ্বাসই করতে পারছেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সাকিবের সঙ্গে খেলার শুরুর সময়ের কথা মনে করে মুশফিক তাই এদিন এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। লিখেছেন, ‘বয়সভিত্তিক দল... আন্তর্জাতিক... ১৮ বছরের বেশি সময় এক সঙ্গে খেলেছি... খুবই খারাপ লাগছে মাঠে তোমাকে ছাড়া খেলতে হবে ভেবে। আশা করছি, তুমি চ্যাম্পিয়ন হয়েই মাঠে ফিরবে। তোমার প্রতি আমার এবং সমগ্র বাংলাদেশের সবসময়ই সমর্থন রয়েছে। শক্ত থাকো। ইনশাআল্লাহ...’
দলে তার পথচলা অনেক পরে হলেও খুব দ্রুতই আলো কেড়েছেন মুস্তাফিজুর রহমান। নিজে পেসার হলেও এই পথচলায় সহসাই পাশে পেয়েছেন সাকিবকে। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন নিষেধাজ্ঞা কিছুতেই মেনে নিতে পারছেন না কাটার মাস্টার, ‘আমি জানিনা কি বলতে হবে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না তোমাকে ছাড়া খেলতে হবে। তবে আমি, এটা দৃঢ়ভাবে জানি এবং বিশ্বাস করি তুমি অবশ্যই ফিরবে আরো শক্তিশালী হয়ে। আমরা সেই দিনটির জন্য অপেক্ষায় আছি সাকিব ভাই।’
সাকিবের সঙ্গে ২২ গজে স্মরণীয় কিছু জুটি আছে যার, সেই মাহমুদউল্লাহ ছবি দিয়েছেন সাকিবকে বুকে জড়িয়ে রাখার। লিখেছেন, ‘এখনও তুমি আমাদের মধ্যে সেরা এবং আজীবনই থাকবে। আমার সমর্থন তোমার সঙ্গে আছে। ¯্রষ্টা তোমার সহায় হোন। আরও ভালোভাবে ফিরে আসো চ্যাম্প!’
ওপেনার সৌম্য সরকারকে ছুঁয়ে গেছে আবেগ, ‘২২ গজে, ড্রেসিং রুমে, টিম বাসে, টিম হোটেলে, আপনার শূন্যতা কখনোই আমাদের কাম্য নয়। আমি জানি না এই পরিস্থিতিতে কী বলতে বা লিখতে হয়। শুধু বিশ্বাস করি, আপনি ফিরে আসবেন আগের চেয়ে পরিণত হয়ে। কারণ আপনি সাকিব আল হাসান।’
গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারানো ম্যাচে সাকিবের সঙ্গে স্মরণীয় জুটির সময়কার ছবি দিয়ে আরেক ব্যাটসম্যান লিটন দাস লিখেছেন, ‘আপনিই সেরা, আপনি ফিরবেন আরও দৃঢ়ভাবে।’ পেসার তাসকিন আহমেদ ফেইসবুকেই লিখেছেন, ‘চিন্তা করবেন না ভাই। আগের চেয়েও ভালোভাবে ফিরবেন আপনি।’ দেশের ক্রিকেটে ব্যাডবয় খ্যাত সাব্বির রহমানও পাশে আছেন জানিয়ে লেখেন, ‘আপনাকে ছাড়া বাংলাদেশের ক্রিকেট অকল্পনীয়। ইনশাআল্লাহ, আরো শক্তিশালী হয়ে ফিরবেন জানি। সবসময় আপনার পাশে আছি, থাকবো।’

 



 

Show all comments
  • মজদুর জনতা ৩১ অক্টোবর, ২০১৯, ১০:০৫ এএম says : 0
    সত্যিই দঃখজনক।সাকিব তো সাকিব ই।আমার বিশ্বাস এই দুঃখকে শক্তিতে পরিনত করে অন্য খেলোয়ারদের প্রানপন লড়াই করতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ