Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমসিসির পদ ছাড়লেন সাকিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

অভিজাত মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এর বিশ্ব ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। জুয়াড়ির প্রস্তাবের তথ্য চেপে যাওয়ার অপরাধে আইসিসির নিষেধাজ্ঞায় পড়া এই ক্রিকেটারের পদ ছাড়ার খবর প্রকাশ হয়েছে লর্ডসের ওয়েবসাইটে। এমসিসিরি বিশ্ব ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গেটিং সাকিবের পদ ছাড়ার খবর নিশ্চিত করে জানান, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি সাকিবকে আমরা এই কমিটি থেকে হারাচ্ছি। সে এই দু’বছরে দারুণ অবদান রেখেছে। ক্রিকেটের স্পিরিটের অভিভাবক হিসেবে আমরা তার এই পদত্যাগ গ্রহণ করছি এবং বিশ্বাস করছি এটাই সঠিক সিদ্ধান্ত।’
উল্লেখ্য, ২০১৭ সালে একমাত্র বাংলাদেশি হিসেবে সম্মানজনক এই পদ পেয়েছিলেন সাকিব। কিন্তু আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সাজায় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের নিষেদ্ধাজ্ঞা পাওয়ার পরদিনই এই পদ থেকে স্বেচ্ছ্বায় সরে দাঁড়ালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ