Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গগৈয়ের পর ভারতের প্রধান বিচারপতি হচ্ছেন বোবদে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ৬:১১ পিএম

ভারতের ৪৭তম প্রধান বিচারপতি হবেন বিচারপতি এস এ বোবদে। মঙ্গলবার তার নিয়োগপত্রে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিচারপতি রঞ্জন গগৈয়ের স্থলাভিষিক্ত হবেন বিচারপতি এস এ বোবদে।

আগামী ১৮ নভেম্বর প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করবেন বিচারপতি বোবদে। এক বছর পাঁচ মাস এই পদে থাকবেন তিনি। ২০২১ সালের ২৩ এপ্রিল অবসর নেবেন বোবদে। প্রথামাফিক, বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তার অবসরের এক মাস আগে তার স্থলাভিষিক্ত হবার জন্য সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতির নাম, অর্থাৎ বিচারপতি বোবদের নিয়োগের সুপারিশ করেন। এ দিন তাতে সম্মতি দেন রাষ্ট্রপতি।

সুপ্রিম কোর্টের বিচারপতি শরদ অরবিন্দ বোবদের জন্ম হয়েছিল মহারাষ্ট্রের নাগপুরে, ১৯৫৬ সালের ২৪ এপ্রিল। ২০০০ সালে অতিরিক্ত বিচারপতি হিসাবে তিনি বম্বে হাইকোর্টে কাজ শুরু করেন। দুই বছর পরে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগপত্র পান। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে বহু গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে যুক্ত ছিলেন বিচারপতি বোবদে। তার মধ্যে অযোধ্যা মামলা, বিসিসিআই মামলা-সহ বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার মামলাও রয়েছে। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ