Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অব্যাহত সর্বাত্মক ধর্মঘটে স্থবির জাবি

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ২:৪৯ পিএম

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক ধর্মঘট পালন করছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ৮টার থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরনো প্রশাসনিক ভবন এবং বিভিন্ন একাডেমিক ভবনের প্রধান ফটক আটকে রেখে সেখানে অবস্থান নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কলা ও মানবিক অনুষদভুক্ত বিভাগগুলোতে তেমন ক্লাস-পরীক্ষা হচ্ছে না। তবে সমাজবিজ্ঞান অনুষদসহ অন্যান্য অনুষদের বিভাগগুলোতে ক্লাস-পরীক্ষা হচ্ছে ঢিমেতালে।

উপাচার্যপন্থী শিক্ষকরা ক্লাস-পরীক্ষয় অংশ নিলেও উপাচার্য বিরোধী শিক্ষকরা সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে ক্লাস-পরীক্ষা থেকে বিরত রয়েছেন।

অপরদিকে টানা চতুর্থ দিনের মতো অবরুদ্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন দুটি প্রশাসনিক ভবন।

এই চার দিন উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীরা অফিসে প্রবেশ করতে পারেননি। ফলে স্থবির রয়েছে সব ধরনের দাফতরিক কার্যক্রম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি

১৪ অক্টোবর, ২০২২
২৩ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ