Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মালয়েশিয়া গেলেন জাবির

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

কিছুদিন আগে মালদ্বীপে খেলেছেন বাংলাদেশ জাতীয় ভলিবল দলের তারকা খেলোয়াড়রা। এবার মালয়েশিয়াতে খেলতে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আল জাবির। গতকাল কুয়ালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে এখন সেখানে আছেন তিনি। আগামী ১৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত সুপার সিরিজ ভলিবল টুর্নামেন্ট হবে মালয়েশিয়ায়। এ আসরে মেলাকা মৌসিদিয়ের হয়ে খেলবেন জাবির। তার দলে অন্য বিদেশিরাও রয়েছেন। টুর্নিামেন্টে ৮ দলের মধ্যে রবিন লিগ পদ্ধতিতে খেলার পর শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল। জাবির এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। তার কথায়, ‘মালয়েশিয়াতে ভালো পারফরম্যান্স করতে চাই। সেখানে স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের মধ্যে ভাল প্রতিদ্বন্দ্বিতা হবে।’ তিনি যোগ করেন,‘মালয়েশিয়াতে প্রথমবারের মতো খেলার সুযোগ এসেছে। সেটা হাতছাড়া করতে চাইনি। মেলাকারের হয়ে খেলে সাফল্য পেতে চাই। কুয়ালালামপুরে আমি ভালো করতে পারলে সামনের দিকে বিদেশের বিভিন্ন আসরে বাংলাদেশের একাধিক খেলোয়াড়ের খেলার সুযোগ সৃষ্টি হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া গেলেন জাবির

১৪ অক্টোবর, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ