Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাসকট জাবিভাকা

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের মাসকট হিসেবে বেছে নেয়া হয়েছে নেকড়ে ‘জাবিভাকা’কে। একমাস ধরে চলা ভোটাভুটিতে নেকড়ে পেয়েছে ৫৩ শতাংশ ভোট। বাঘ ২৭ শতাংশ ও বিড়াল ২০ শতাংশ ভোট পেয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওয়েবসাইটে মাসকট জাবিভাকাকে আকর্ষণীয়, আত্মবিশ্বাসী ও সামাজিক হিসেবে বর্ণনা করা হয়েছে, যে কিনা সবসময় একজন ফুটবল তারকা হয়ে উঠতে চায়। রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো বলেন, ‘আমি নিশ্চিত ২০১৭ সালের ফিফা কনফেডারেশন্স কাপ ও ২০১৮ সালের বিশ্বকাপের সমর্থকদের মাঝে দারুণ জনপ্রিয়তা পাবে জাবিভাকা।’ ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনাল্ডোর মন্তব্য, ‘মাসকটরা খুব ভালো দূত হয় এবং তারা স্টেডিয়ামে অনেক আনন্দ বয়ে আনে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাসকট জাবিভাকা

২৩ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ