মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রতারণাভরা পৃথিবীতে কত কিছু নিয়েই তো প্রতারণা হচ্ছে। এবার চীনে একটি পোষা প্রাণীর দোকানে কুকুরকে রং করে পান্ডার আকৃতিতে সাজানো হয়। সম্প্রতি বিষয়টি ক্রেতাদের চোখে ধরা পড়ে। এরপর থেকেই বিতর্কের মুখে পড়েন দোকানের মালিক। অনেকের অভিযোগ, রং করায় যেকোনও চর্মরোগে আক্রান্ত হতে পারে কুকুরগুলো। এর কারণে কুকুরছানাগুলোর স্বাভাবিক সৌন্দর্যকে অবহেলা করেছেন এর মালিক। তবে মানুষের এসব অভিযোগকে পাত্তা দেননি দোকানের মালিক। তিনি বলছেন, ‘রং করার পর কুকুরগুলো ভালো আছে। তারা মজা করছে, খেলা করছে। আমি খুবই দামি ও নিরাপদ রং ব্যবহার করেছি, যাতে সেগুলো অসুস্থ না হয়।’ জানা গেছে, প্রায় ১৮ হাজার টাকার বিনিময়ে ওই দোকানে অন্যের প্রাণীও রং করা হয়। তবে এই অভিযোগও অস্বীকার করেছেন দোকানের মালিক। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।