Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় মুক্তি পেয়েছে কুংফু পান্ডা-৩

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্র ও চীনের দর্শকদের মাতিয়ে এবার বাংলাদেশে মুক্তি পেয়েছে কুংফু পান্ডার নতুন সিক্যুয়াল কুংফু পান্ডা-৩। সিনেমাটি এখন ঢাকার স্টার সিনেপ্লেক্সে চলছে। হলিউডের শীর্ষ জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম ‘কুংফু পান্ডা’ সিরিজ। এবারের সিনেমায় মূল চরিত্র পো-কে দেখা যায় পুরোপুরি পান্ডা-অধ্যুষিত একটি জায়গায়। সেখানে নিজের বাবার সঙ্গে তার দেখা হয়। আর সে জানতে পারে, তার বাবা পান্ডাদের গোষ্ঠীগত দ্ব›েদ্ব মারা যায়নি। অন্যদিকে, পো-এর কুংফু গুরু মাস্টার শিফু অবসরে যাওয়ার ঘোষণা দেন। ফিউরিয়াস ফাইভের নতুন প্রশিক্ষক হিসেবে পোকে নিয়োগ দেন তিনি। গল্পের এক পর্যায়ে পাতালপুরি থেকে বেরিয়ে আসে দুষ্ট কাই। কুংফু বিশেষজ্ঞদেরও একে একে পরাজিত করতে থাকে সে। অবস্থা দেখে পো বুঝতে পারে, বিশেষ এক ধরনের বিদ্যা আয়ত্ত করলেই কাইকে মোকাবিলা করতে পারবে। নিজেদের অস্তিত্বের ওপর এই হুমকি মোকাবিলার লক্ষ্যে অতিপ্রাকৃতিক ক্ষমতাধর নতুন খল চরিত্রের মুখোমুখি হওয়ার জন্য মার্শাল আর্টের কলাকৌশল আরও নিখুঁতভাবে শেখার প্রত্যয় নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা শুরু করে পো। এক আধ্যাত্মিক জগতে প্রবেশ করে সে, যেখানে শূন্যে অসংখ্য ফুল ফুটে রয়েছে। পো বুঝতে পারে, তার নিজ সত্তাকে খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে উপযোগী স্থান এটাই। পোকে দেখা যায় এমন এক যোদ্ধার ভূমিকায়, যে সবসময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় থাকে। পো একই সঙ্গে মজার ও দায়িত্বশীলের ভূমিকায় সবার নজর কেড়ে নেয়। ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশনের মাধ্যমে নির্মিত সিনেমাটির দৃশ্যায়ন বেশ চিত্তাকর্ষক। চীনা ঐতিহ্যবাহী কাহিনী নির্ভর এই অ্যাকশন চলচ্চিত্রে গল্প বলার ধরণ আর চরিত্রগুলোর অভিব্যক্তি ও সংলাপ দর্শক, সমালোচকদের কাছে বিশেষভাবে সমাদৃত হয়। ছবিটি পরিচালনা করেছেন জেনিফার জু নেলসন। অ্যানিমেশন চরিত্রগুলোতে কণ্ঠ দিয়েছেন বড় বড় তারকারা। যার মধ্যে রয়েছেন জ্যাক বø্যাক, অ্যাঞ্জেলিনা জোলি, ডাস্টিন হফম্যান, লুসি লিউ, জ্যাকি চ্যান, সেথ রজেন, কেট হাডসন প্রমুখ। ‘টাইগ্রেস’ চরিত্রে কণ্ঠ দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। শুধু তাই নয়, জোলির চার সন্তান প্যাক্স, জাহারা, শিলোহ এবং নক্সও এ ছবির অন্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন। উল্লেখ্য, কুংফু পান্ডা সিরিজের প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে আর দ্বিতীয়টি ২০১১ সালে। দু’টি সিনেমাই দারুণ সাফল্য পায়। পাঁচ বছর অপেক্ষার পর এবার এলো তৃতীয়টি। সাফল্যের বিচারে এটিও তৈরি করে শক্ত অবস্থান। ১৪৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ‘কুংফু পান্ডা থ্রি’ এ যাবৎ আয় করেছে ৩১৪ মিলিয়ন মার্কিন ডলার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকায় মুক্তি পেয়েছে কুংফু পান্ডা-৩
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ