মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নির্বাসিত সঙ্গীতশিল্পী রাজা মেজিয়ানের রাজনৈতিক সঙ্গীত ‘অ্যালো লে সিস্টেমে’ এই বছর ইউটিউবে সাড়ে তিন কোটি বার দেখা হয়েছে। অথচ আলজেরিয়ায় তিনি একটিও রেকর্ডিংয়ের চুক্তি চূড়ান্ত করে উঠতে পারেননি। ফলে তিনি তার সরকারবিরোধী সঙ্গীতগুলো ইউটিউবে পোস্ট করতে শুরু করেন।
আলজেরিয়াকে ছড়িয়ে দেয়া ছয় সপ্তাহের শান্তিপূর্ণ বিক্ষোভের পরে, প্রেসিডেন্ট আবদেলাজিজ বোতেফ্লিকা বিক্ষোভকারীদের প্রথম দাবি পূরণ করে চলতি বছরের ২ এপ্রিল পদত্যাগ করেন। বিক্ষোভের সময় রাজা মেজিয়ানের গানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিক্ষোভকারীদের মুখে মুখে ছিল তার গান। ৩১ বছরে বয়সী বয়সী এই শিল্পী চেয়েছিলেন উকিল হতে। পাশাপাশি গান গাইতেন। কিন্তু সরকারবিরোধী হওয়ায় তার গানগুলো প্রচার করেনি কোন রেকর্ডিং স্টুডিও। তাকে বলা হয় এ ধরণের গান লেখা বন্ধ করতে। কিন্তু রাজি না হওয়ায় ২০১৫ সালে দেশ ছাড়তে হয় তাকে। চলে যান চেক প্রজাতন্ত্রে। সেখান থেকেই তিনি ইউটিউবে তার গানগুলো প্রকাশ করতে থাকেন। ইউটিউবে প্রকাশিত তার চারটি গান প্রায় ৬ কোটিবার দেখা হয়েছে। লাইক পেয়েছে ১০ লাখেরও বেশি। সম্প্রতি তার নাম উঠে এসেছে বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায়। সূত্র: মিডল ইস্ট আই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।