প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
লাক্স তারকা উর্মিলা শ্রাবন্তী কর। নাটক এবং বিজ্ঞাপনে কাজ করতে দেখা গেলেও চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি তাকে। তবে ক্যারিয়ারের শুরুতে একটি ছবিতে অভিনয় শুরু করার কথা থাকলেও নানা কারণে সেটি আর হয়নি।
প্রায় এক যুগের ক্যারিয়ারে তাই প্রথমবার চলচ্চিত্রের শুটিং করছেন এ তারকা। মহান মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত এ ছবির নাম রাখা হয়েছে ‘ফ্রম বাংলাদেশ’। পরিচালনা করছেন শাহনেওয়াজ কাকলী।
ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘প্রায় এক যুগ ধরে নাটকে অভিনয় করছি। অনেক প্রস্তাবই পেয়েছি, তবে কাকলী আপার এই ছবির গল্প অসাধারণ। হাতে সময়ও ছিল। সব মিলিয়ে কাজটি করা।’
গত ১০ অক্টোবর থেকে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ছবির দৃশ্যধারণ চলছে। ঊর্মিলা চরিত্র প্রসঙ্গে বলেন, ‘আমি নূরের স্ত্রী। এখানে আমার শ্বাশুড়ি ফেরদৌসী মজুমদার। তিনি ছবির কেন্দ্রীয় চরিত্র। নাম কাননবালা।’‘ফ্রম বাংলাদেশ’ ছবির চরিত্ররা। গাজী আবদুন নূর, ফেরদৌসী মজুমদার ও ঊর্মিলা শ্রাবন্তী কর
এদিকে নূর কলকাতায় জনপ্রিয়তা পেলেও তার বাড়ি বাংলাদেশে। বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলায় তার বাড়ি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা করেছেন সেখানেই। কলকাতায় যান ২০১১ সালে। এরপর পড়শোনা শেষ করে কলকাতার মিডিয়াতে যুক্ত হন। তিনি বলেন, ‘‘আমার প্রথম বাংলা চলচ্চিত্র নার্গিস আক্তারের পরিচালনায় স্যার সেলিম আল দীনের ‘যৈবতী কন্যার মন’। ‘ফ্রম বাংলাদেশ’ আমার দ্বিতীয় ছবি।’’
উর্মিলা শ্রাবন্তী ছাড়া ছবিতে আছেন চিত্রনায়িকা তমা মির্জাও। এছাড়া আরও আছেন আশীষ খন্দকার, মৌসুমী নাগ, হিল্লোলসহ অনেকে। আগামী ১০ নভেম্বর এর দৃশ্যধারণ শেষ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।