Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বায়ু দূষণে ভয়াবহ অবস্থায় দিল্লি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ২:৪৩ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লি বর্তমানে বায়ু দূষণে এ বছরের সব থেকে খারাপ অবস্থায় পৌঁছে গেছে। বায়ু দূষণের এই মাত্রাকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়। এরই মধ্যে আশঙ্কা করা হচ্ছে, সামনের দিওয়ালী উৎসব উপলক্ষে এ দূষণের মাত্রা আরো বেড়ে যাবে।

বিশ্বব্যাপী শহরগুলোতে বায়ু দূষণের মাত্রা পরিমাপ করে প্রকাশ করা র‌্যাংকিং এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে বলা হয়েছে, শুক্রবার নয়া দিল্লির বায়ু দূষণের মাত্রা ৩৮৮ ছুঁয়েছে। যেখানে এর নিরাপদ মাত্রা হচ্ছে ৬০। এরকম দূষণের মধ্যে একটানা বাস করতে থাকলে ফুসফুসের নানা রোগসহ ক্যানসারে আক্রান্ত হতে পারেন যে কেউ।
এ নিয়ে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, বাতাসের গতি কমে যাওয়াতেই দূষণের মাত্রা ভয়াবহ রূপ ধারণ করেছে। ফলে ঘণ হয়ে কুয়াশার মতো আস্তরণ সৃষ্টি হয়েছে দিল্লির বাতাসে। সামনে দিওয়ালিতে এ অবস্থার আরো অবনতির আশঙ্কা সৃষ্টি হয়েছে।

এ নিয়ে সুপ্রিম কোর্ট দিওয়ালিতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। কর্তৃপক্ষও বিকল্প হিসেবে লেজার লাইট ব্যবহারকে উৎসাহিত করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ