Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়ের প্রতি ভালোবাসার অদ্ভুত নজির!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:৪৭ পিএম

সংসার সামলাতে গিয়ে একদন্ড দম ফেলার সুযোগ পাননি মা। যাওয়া হয়নি বাইরে কোথাও। ছেলে ডি কৃষ্ণ কুমারও চাকরির ফাঁকে ছুটি নিয়ে মাকে নিয়ে বাইরে কোথাও যাননি।

তাই এবার মায়ের ছোট আবদারে ভারতবর্ষসহ নানা দেশ ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছেন ডি কৃষ্ণ কুমার। এভাবেই তিনি মায়ের প্রতি ভালোবাসার অদ্ভুত নজির দেখিয়েছেন।
৩৯ বছর বয়সী ডি কৃষ্ণ কুমার ভারতের কর্নাটক রাজ্যের মহিশুরের বাসিন্দা।

এই যুবক চাকরি ছেড়ে ২০ বছর আগে বাবার উপহার দেয়া স্কুটারে চড়ে মা চূড়ারতমাকে নিয়ে দেশ-বিদেশের বিখ্যাত এলাকাগুলো ঘুরে বেড়াচ্ছেন।

জানা যায়, কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন ডি কৃষ্ণ। বছর খানেক আগে তার বাবা মারা যান। এরপর থেকে মহিশুরের বাড়িতে একাই থাকেন তার মা। সম্প্রতি মা তার ছেলের কাছে হাম্পি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মায়ের এই ইচ্ছার কথার শুনে, মনে মনে কষ্টও পেয়েছিলেন কৃষ্ণ। ভেবেছিলেন, বাড়ির কাছের এত বিখ্যাত জায়গাটিও দেখা হয়নি ৭০ বছর বয়সী মায়ের! এরপরই নিজের কাজ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। ঠিক করেন ভারতের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবেন মাকে।

এদিকে বাবার দেওয়া সেই স্কুটারে মাকে বসিয়ে গত সাত মাসে তিনি পাড়ি দিয়েছেন প্রায় ৪৮ হাজার ১০০ কিলোমিটার পথ। শুধু ভারতের বিভিন্ন স্থান নয়, মাকে ঘুরে দেখিয়েছেন নেপাল ও ভুটানের বিভিন্ন দর্শনীয় স্থান।

মাকে নিয়ে কৃষ্ণের এই দেশ ভ্রমণের নাম দিয়েছেন ‘মাতৃ সেবা সংকল্প যাত্রা’। কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, অসম, মেঘালয় এই সব জায়গায় তিনি মাকে ঘুরিয়েছেন। আর বাবার দেয়া এই স্কুটারে যেতে যেতে তার মনে হয়, বাবাও যেন তাদের সঙ্গেই আছেন।

ডি কৃষ্ণ কুমারের এই ভ্রমণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে হয়েছে ভাইরাল। তার এই মাতৃভক্তির প্রশংসা করে একটি মহিন্দ্রা ‘কেইউভি ১০০ এনএক্সটি’ গাড়ি উপহার দেয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ব্যবসায়ী আনন্দ মহিন্দ্রা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ