Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাপানের পূর্বাঞ্চলে ভারী বর্ষণ, বন্যা-ভূমিধসে নিহত ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:২২ পিএম

জাপানের পূর্বাঞ্চলে টানা বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শক্তিশালী টাইফুন হাগিবিসে ভয়াবহ ক্ষতির দুই সপ্তাহ পর ওই অঞ্চলে হওয়া নতুন এ দুর্যোগে এখনও ৪ জন নিখোঁজ, দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভারী বৃষ্টিপাতে পূর্ব ও উত্তরপূর্বের দুটি অঞ্চল চিবা ও ফুকুশিমার জলমগ্ন এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে।
কোনো কোনো স্থানে অল্প কয়েক ঘণ্টার মধ্যেই এত বৃষ্টি হয়েছে যে তা সেসব এলাকার মাসিক গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে। এর মধ্যে কেবল চিবার উশিকু শহরেই ১২ ঘণ্টায় ২৮৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

গত মাসে দুটি টাইফুন আঘাত হানা উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।
টাইফুন হাগিবিসে লন্ডভন্ড মধ্য ও পূর্বাঞ্চলীয় শহরগুলোতে তীব্র বাতাস ও মুষলধারে বৃষ্টির পাশাপাশি আরও বন্যা ও ভূমিধস হতে পারে বলেও কর্তৃপক্ষ আশঙ্কা করছে।
শক্তিশালী টাইফুন হাগিবিসে এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ ৭ জন, আহত তিন শতাধিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ