পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনের মৃত্যুদ- দিয়েছেন আদালত। আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বিবিসি, রয়টার্স, এএফপি, আল জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমে নুসরাত হত্যার খবর প্রকাশিত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রায় ঘোষণার পরপরই ঘটনাটিকে তাদের অনলাইন সংস্করণে প্রধান সংবাদ করেছে। প্রতিবেদনে বলা হয়, নুসরাত হত্যাকা- গোটা দেশকে শোকাতুর করে তোলে এবং ন্যায্যবিচারের দাবিতে দেশজুড়ে বেশ কিছু বিক্ষোভ সংঘটিত হয়। বাংলাদেশে এই ধরনের মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে যেখানে কয়েক বছর লেগে যায়, সেখানে নুসরাতের মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি হওয়া মামলাগুলোর অন্যতম।
দ্য গার্ডিয়ানের শিরোনাম, ‘১৯ বছরের নারীকে পুড়িয়ে মারায় বাংলাদেশে ১৬ জনের দ-’। জাপান টুডে তাদের আন্তর্জাতিক খবরের প্রধান শিরোনামে লিখেছে, ‘নারীকে জীবন্ত পুড়িয়ে মারায় বাংলাদেশে ১৬ জনের মৃত্যুদ-’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ‘নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বাংলাদেশে ১৬ জনের মৃত্যুদ-’ শিরোনামে তাদের দ্বিতীয় প্রধান সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাত হত্যার পর জোরালো বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুততম সময়ের মধ্যে হত্যাকা-ের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ‘যৌন হয়রানির মামলায় কিশোরীকে হত্যায় অভিযুক্ত ১৬ জনকে মৃত্যুদ- দিয়েছে বাংলাদেশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি-ও নুসরাত হত্যা মামলার রায় ঘোষণার ঘটনায় একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাত মাস আগে ঘটা নারকীয় হত্যাকা-ের অভিযুক্তদের মৃত্যুদ- দিলো বাংলাদেশ! তাদের শিরোনাম, ‘ছাত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারার নারকীয় ঘটনায় ১৬ জনের মৃত্যুদ-ের আদেশ দিলো বাংলাদেশ’। দক্ষিণ এশিয়াভিত্তিক ভারতীয় বার্তা সংস্থা এএনআই একটি প্রতীকী ছবির মধ্য দিয়ে এই খবরটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাত হত্যার পর নারী নিপীড়নের বিরুদ্ধে বেশ কিছু বিক্ষোভ সংঘটিত হয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাত হত্যার ঘটনা তার গ্রাম থেকে সারাদেশ, অতঃপর বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।