২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
তীব্র প্রদাহের ফলে টনসিলের উপরে ও আশে পাশে এবং টনসিলের ক্যাপসুলের পাশে পুঁজ জমা যাকে পেরিটনসিলার এ্যাবসেস বলা হয়। যথাযথ চিকিৎসা না করালে টনসিলের ইনফেক্শানের জটিলতা থেকে এ রোগ হতে পারে। এ রোগে তীব্র গলা ব্যথা ও জ্বর হয়। গলা ব্যথার জন্য কিছু গিলতে কষ্ট হয়, এমনকি অনেক সময় মুখ হা করতে পারে না। টনসিলের ফোঁড়া সাধারণত বিভিন্ন ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা সংক্রমিত হয়। টনসিলাইটিস বা টনসিলে প্রদাহ যদিও দুইপাশে হয় কিন্তু পেরিটনসিলার এ্যাবসেস সবসময় একপাশে হয়ে থাকে।
রোগের লক্ষণ সমূহ
টনসিলের ফোঁড়া প্রাপ্তবয়স্কদের বেশী হয়
তীব্র গলা ব্যথা
উচ্চ তাপমাত্রা (১০৩˚ফা -১০৪˚ফা)
খাবার খেতে কষ্ট ও মুখ হা করতে অসুবিধা হয়
কানে ব্যথা হতে পারে।
মুখ দিয়ে লালা বের হয় ও কণ্ঠস্বর ভারী হয়ে যেতে পারে
মুখ থেকে দূর্গন্ধ বের হতে পারে।
রোগীর গলা পরীক্ষা করলে দেখা যাবে টনসিল ও টনসিলের উপরিভাগ, তালু লাল হয়ে ফুলে আছে। চিকিৎসা বিলম্ব করলে রোগীর মুখ হা করতে কষ্ট হয় এবং আরও বিলম্ব হলে ফোঁড়াটা ফেটে পুঁজ বের হয়ে আসতে পারে।
জটিলতা সমূহ
ইনফেকশন শ্বাসনালী পর্যন্ত ছড়িয়ে গিয়ে শ্বাসকস্ট হতে পারে
গলাতে সেলুলাইটিস হতে পারে
সেপ্টিসেমিয়া বা ইনফেকশন সমগ্র শরীরে ছড়াতে পারে
পুঁজ ফুসফুসে গেলে নিউমোনিয়া হতে পারে।
চিকিৎসা
ছোট অপারেশন এর মাধ্যমে কেটে পুঁজ বের করে দিতে হবে
কাল বিলম্ব না করে প্রথমে এন্টিবায়োটিক ইনজেকশন এবং পরে মুখে খাবার এন্টিবায়োটিক দিতে হবে
ব্যথার জন্য ঔষধ দিতে হবে
এন্টিসেপটিক দিয়ে গড়াগড়া করতে হবে
ছয় সপ্তাহ পর টনসিল অপারেশন করে নিলে ভাল হয়, অন্যথায একই সমস্যা পুনরায় হতে পারে।
নাক, কান, গলা বিশেষজ্ঞ সার্জন
বিভাগীয় প্রধান, ইএনটি বিভাগ
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল,
রোড ৮, ধানমন্ডি, ঢাকা, ০১৯১৯ ২২২ ১৮২
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।