মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নির্বাচনের আগে পর্যন্ত তাকে নিয়েই সবচেয়ে বেশি আগ্রহ ছিল। গুগল সার্চে বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার থেকেও বেশি খোঁজ পড়েছিল তার। তবে সেই সোনালি ফোগতই পরাজিত হলেন ভারতের হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনে। আদমপুর আসন থেকে প্রার্থী নিজেদের প্রার্থী করেছিল বিজেপি।
কংগ্রেসের কুলদীপ বিশনইয়ের কাছে পরাজিত হয়েছেন সোনালি। কমপক্ষে ৩০ হাজার ভোটে সোনালি পরাজিত বলে জানা গেছে সংবাদমাধ্যম সূত্রে। গণনার শুরু থেকে সহজেই ১০ হাজার ভোটের লিড নিয়ে নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজন লালের ছেলে বিশনই। অথচ বিজেপির পক্ষ থেকে সোনালির নাম ঘোষণা করা হতেই তাকে নিয়ে সার্চের জোয়ার লেগে গিয়েছিল। গুগলের তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত সার্চ তালিকায় সবার উপরে একটাই নাম ছিল- সোনালি ফোগত। তবে সেই সার্চ রেজাল্ট যে ভোট বাক্সে প্রতিফলিত হয়নি, নির্বাচনের ফলাফলেই তা স্পষ্ট। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।