Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী রুমানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ৭:৩৩ পিএম

কন্যাসন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী-মডেল রুমানা খান। নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ হাসপাতালে স্থানীয় সময় ২২ অক্টোবর রাত সাড়ে ১১টায় ফুটফুটে সন্তানের মা হন রুমানা। মেয়ের নাম রাখা হয়েছে আভাঙ্কা রহমান।

জানা যায়, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। হাসপাতালে তাদের সঙ্গে আছেন রুমানার স্বামী এলিন রহমান।

এলিন রহমান ঢাকার ছেলে হলেও এখন তিনি মার্কিন নাগরিক ও ব্যবসায়ী। এলিন ও রুমানা ২০১৫ সালের ৮ আগস্ট নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ে করেন।

রুমানার এটি তৃতীয় বিয়ে হলেও এলিন রহমানের দ্বিতীয় বিয়ে।

রুমানার প্রথম বিয়ে হয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের সঙ্গে। এরপর সে বিয়ে ভেঙে গেলে দ্বিতীয় বিয়ে হয় ব্যবসায়ী সাজ্জাদের সঙ্গে। পরে সেই বিয়েও ভেঙে যায়।

ক্যারিয়ারের শুরুতেই অ্যারোমাটিক সাবানের বিজ্ঞাপন দিয়ে তুমুল জনপ্রিয়তা পান রুমানা। এরপর নাটক-চলচ্চিত্রেও কাজ করেন নিয়মিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ