Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ৩:৪০ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ২.৪০ একর জমি অবৈধ দখল মুক্ত করেছে বিআইডব্লিউটি। আজ বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলা সদরের বাহের চর বন্দরে এ অভিযান পরিচালনা করেন সংস্থার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান। সূত্র জানায় উপকূলীয় এলাকায় ১৯৬৫-৬৬ সালে নৌ নিরাপত্তা নিশ্চিত করতে যোগাযোগ বিচ্ছিন্ন রাঙ্গাবালীতে এ জমি অধিগ্রহণ করেছিলো বিআইডব্লিউটিএ। ভূমিদস্যু একটি চক্র অবৈধভাবে জমিটি দখল করে ভোগ দখল করে আসছিলো। এর আগে ২০১৫ সালের ২৫ মে বিআইডব্লিউটিএ অভিযান পরিচালনা করে ১৫টি স্থাপনা উচ্ছেদ করেছিলো। পূণরায় এ চক্রটি আবার জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মান করে। এরই ধারাবাহিকতায় আজ বেলা সাড়ে ১২টায় উপজেলার কেন্দ্রীয় মসজিদের চারটি স্টল,টিনসেড তিনটি ঘরসহ প্রায় ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় বিআডব্লি¦উটি এর যুগ্ম পরিচালক মো. সাহেদ রেজা,পটুয়াখালী বন্দর ও পরিবহন কর্মকর্তা খাজা সাদিকুর রহমানসহ সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন|



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ