মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তার দেশের দিকে কেউ বাজে নজর দিলে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে। মঙ্গলবার দিল্লিতে এক নৌ-কমান্ডার সম্মেলনে বক্তব্য দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
রাজনাথ বলেন, ‘ভারত কখনই আক্রমণাত্মক হয়নি। আমরা কখনও কোনও দেশে আগে আক্রমণ করিনি। কিন্তু যে আমাদের দিকে খারাপ দৃষ্টি দিয়ে দেখবে তার উপযুক্ত জবাব দিতে আমরা তৈরি আছি।’
তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে আমাদের সামুদ্রিক শক্তি ও সীমান্ত, নৌবাহিনীর নিরাপদ হাতে রয়েছে। আগের চেয়ে আজ আমাদের সুরক্ষা ব্যবস্থা এতোটাই শক্ত যে, এখন আমরা মুম্বাই হামলার মতো কোনও ঘটনা ঘটতে দেবো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নৌবাহিনী দেশীয় সরঞ্জাম ব্যবহার করে দেশের সীমান্ত রক্ষা করছে।’
রাজনাথ সিং বলেন, ‘প্রয়োজন হলে সরকার প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করবে। আমাদের তিন বাহিনী আমদানি করা সরঞ্জামের উপর নির্ভরতা হ্রাস করার চেষ্টা করছে।’
১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ ভূমিকা পালনের জন্য ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেন রাজনাথ। তিনি বলেন, পাকিস্তানের বোঝা উচিত যে, আজ আমাদের সরকারের দৃঢ় সংকল্পবদ্ধ। নৌবাহিনীর বহরে আমরা সাবমেরিন আইএনএস খান্ডেরিকে অন্তর্ভুক্ত করার ফলে ওদেরকে আরও বড় ধাক্কা দিতে সক্ষম।
তিনি বলেন, দুনিয়ার যে কয়েকটি দেশ সাবমেরিন তৈরি করতে পারে সেই তালিকায় ভারতের নাম রয়েছে। এটা খুবই গর্বের বিষয়। যারা আমাদের অঞ্চলে শান্তি ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী কঠোর পদক্ষেপ নেবে। সূত্র: পার্স টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।