Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নওগাঁয় ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ১২:১১ পিএম

নওগাঁর পত্নীতলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহেদী হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি মাদক ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন ডিবি পুলিশ। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিহাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের ক্যানেলপাড়ে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসানের বাড়ি বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামে। তিনি ওই গ্রামের মেম্বারপাড়ার গফুর ওরফে ভোলার ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর গ্রামের ক্যানেলপাড়ে মাদক উদ্ধার করতে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা ডিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। তখন ডিবি পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মেহেদী হাসান নামে একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সেখান থেকে ৫০০ পিস ইয়াবা, ১০০ বোতল ফেনসিডিল, ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৩টি ককটেল ও ২টি চাকু উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ