গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
অনুমতি না পাওয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা তাদের পূর্বঘোষিত গণ শোক সমাবেশ অনুষ্ঠানটি স্থগিত করলেও রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার এ সমাবেশ অনুষ্ঠিত হবার কথা ছিল।
আজ সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, বিভিন্ন প্রবেশদ্বারসহ উদ্যান জুড়ে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাউকে উদ্যানের ভেতরে অবস্থান করতে দিচ্ছেন না তারা। কাকডাকা ভোরে প্রাতঃভ্রমণকারীদের যারা গেটের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে হাঁটাহাঁটি করছিলেন তাদেরকেও উদ্যান থেকে বের করে দেয়া হয়। উদ্যানের গেটটি আজ বন্ধ থাকবে এমন তথ্য জানা না থাকায় বিপুলসংখ্যক প্রাতঃভ্রমণকারীরা ফিরে যেতে বাধ্য হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।