মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স ভারতে হিন্দুবিরোধী কনটেন্ট প্রচার করছে বলে দেশটির দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো অভিযোগ করে আসেছ৷ নেটফ্লিক্সের 'সেক্রেড গেমস’ বা ‘লায়লা’র মতো সিরিজে হিন্দুদের অবমাননা করা হয়েছে বলে রয়েছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভারতে নেটফ্লিক্সকে নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে৷ এই পরিপ্রেক্ষিতে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিও ভারতে সেন্সরশিপের মুখে পড়তে পারে বলে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন৷
দুই বছর আগে ভারতে সার্ভিস চালু করার পর থেকে জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় নেটফ্লিক্স৷ মাসে ১৯৯ রুপী বা প্রায় ২৫০ টাকা খরচ করে ভারতে এই ভিডিও স্ট্রিমিং সাইটের গ্রাহক হওয়া যায়৷ এ বিষয়ে ভারতের সেন্সরবোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘স্বনিয়ন্ত্রণ সবার জন্য এক নয়, উদ্বেগ সৃষ্টি হয়েছে, আমাদের দেখতে হবে কীভাবে সমস্যার সমাধান করা যায়৷’
নেটফ্লিক্সে কোনো শো বা সিরিজ মুক্তিতে সেন্সর বোর্ডের অনুমোদন লাগে না৷ ভারতে এভাবে নেটফ্লিক্স কার্যক্রম চালাতে দেয়া হবে কিনা, এনিয়েও কথা উঠেছে৷ ভারতে নেটফ্লিক্সে অশ্লীল কনটেন্ট প্রচার এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত এবং ধর্ম অবমাননা নিয়ে আলোচনা চলছে৷ ভারতে নেটফিক্সের সিরিজে আপত্তিকর দৃশ্য সংযোজনের অভিযোগ আদালত পর্যন্ত গড়ায়৷ গতমাসে একজন নেটফ্লিক্স শোতে মানহানির অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দাখিল করেন৷ তবে পুলিশ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি৷ তবে অনেকেই এই প্ল্যার্টফর্ম নিয়ন্ত্রণ করার উপর জোর দিয়েছেন৷ সরকারও এসব প্ল্যার্টফর্ম নিয়ন্ত্রণের পাশাপাশি কিছু বিকল্প নিয়েও ভাবছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন৷
নেটফ্লিক্স এবং অ্যমাজনে প্রচারিত সিনেমাগুলোতে ধূমপানের দৃশ্যদেখানো হয়৷ যদিও ভারতের আইনে নাটক বা সিনেমায় এসব দৃশ্য পরিহার করতে হয়৷ নয়া দিল্লিতে প্রযুক্তি নীতি নিয়ে কাজ করেন প্রসান্ত রায়৷ তিনি বলেন, ‘নিয়ন্ত্রণের মাধ্যমে সব (গ্লোবাল) বিষয়গুলো ভারতীয়দের জন্য উপযোগী করা দরকার৷’ ভারতে দর্শকদের মন জয় করতে নেটফ্লিক্স ও অ্যামাজন আরো বেশি কনটেন্ট তৈরি করছে৷ সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।