গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর রায়েরবাগ এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাটি চালাচ্ছিলেন। আজ রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলীর বাড়ি শরিয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার মহিষা গ্রামে। থাকতেন রাজধানীর কদমতলীর মিরাজনগরে। পেশায় অটোরিকশাচালক ছিলেন তিনি। ভোরে তিনি অটোরিকশা নিয়ে বের হয়ে দুর্ঘটনার শিকার হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।