বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মা ইলিশ রক্ষায় মানিকগঞ্জের শিবালয়ের আলোকদিয়ার চরে অবৈধ অস্থায়ী মাছের আড়তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ১০লাখ মিটার কারেন্ট জাল ও ৩০টি মাছ ধরার ট্রলার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
শনিবার ভোর ৫টা হতে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ এর নেতৃত্বে এবং মৎস্য বিভাগ, র্যাব-৪, জেলা ও নৌ পুলিশের সহযোগিতায় যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইলিশ কেনাবেচায় সৃষ্ট অবৈধ বাজারগুলো গুঁড়িয়ে দেয়া হয়। ১০ লক্ষ মিটার কারেন্ট জাল ও প্রায় ১ মন মা ইলিশ জব্দ করা হয়। কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংস করা হয়েছে। ৩০ টি অবৈধ মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শিবালয়ের প্রত্যন্ত আলোকদিয়ার চরে কিছু অসাধু ব্যবসায়ী ও জেলে অবৈধ বাজার বসিয়ে ইলিশ বেচাকেনা করে আসছিল। মা ইলিশ রক্ষায় শিবালয় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।