Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

হেমায়েত উদ্দিনের (রহ.) মাগফেরাত কামনায় সারাদেশে দোয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন (রহ.) এর মাগফেরাত কামনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল শুক্রবার সারাদেশে দোয়া দিবস পালন করেছে। সেই সাথে সারাদেশের মসজিদগুলোতে বাদ জুমা একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের পূর্ব শাহানে বাদ জুমা এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে দোয়া পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, উত্তর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম কবির উপস্থিত ছিলেন।

দোয়া পূর্ব আলোচনায় নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গণে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। হেমায়েত উদ্দিন (রহ.) জীবনভর ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে দেশে ইসলামী শাসন কায়েমে নিরলসভাবে চেষ্টা করে গেছেন।

এছাড়া বিভিন্ন জেলায় দোয়া মাহফিল একযোগে পালিত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, মোমেনশাহী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম মহানগর, বি-বাড়ীয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, কুমিল্লা জেলা দক্ষিণ, উত্তর ও পশ্চিম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী ও পিরোজপুর।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দোয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ