Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়ে শহীদুল আলম সাচ্চুর তিন দশক

অভি মঈনুদ্দীন : | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

অভিনেতা শহীদুল আলম সাচ্চু তার অভিনয় জীবনের তিন দশক পার করেছেন। অভিনয়ে তার যাত্রা শুরু আশির দশকে। বাংলা একাডেমির বর্ধমান হাউজে তিনি প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন। টেলিভিশনে তিনি তিনশ’র বেশি নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয় করে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। নব্বই দশকের শুরুতে দারাশিকোর পরিচালনায় ‘অঞ্জলি’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার যাত্রা শুরু করেন। এরপর একে একে চাষী নজরুল ইসলাম, শহীদুল ইসলাম খোকন, মতিন রহমান, কোহিনূর আক্তার সূচন্দা, মৌসুমী’সহ আরো অনেকের নির্দেশনায় চলচ্চিত্রে অভিনয় করেন। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। একজন অভিনেতা হিসেবে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ঠ সাচ্চু। তিনি বলেন, ‘দেশের যে প্রান্তেই শূটিং করতে যাই না কেন সাধারণ মানুষ আমার প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা প্রদর্শন করেন তাতে আমি মুগ্ধ। আবার দেশের বাইরে গেলেও ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হই। অভিনয় না করলে সবার এতো ভালোবাসা পাওয়া হত না। উল্লেখ্য, সাচ্চু বর্তমানে চ্যানেল আইতে চাকুরীরত। চ্যানেলটিতে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে ‘বেপরোয়া’ ও ‘নোলক’। তিনি অভিনয় শিল্পী সংঘ’র সাবেক সভাপতি। তিনি ‘দর্শক শ্রোতা পাঠক’ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেতা

১০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ