বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় ঝালকাঠির সুগন্ধা নদীতে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। এসময় এক জেলেকে আটক করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা মৎস্য বিভাগ জানায়, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়। জেলেরা নদীতে নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়। এসময় জব্দ করা হয় ২০টি মাছ ধরার নৌকা। ধাওয়া করে আটক করা খোকন নামে এক জেলেকে। তাকে দুই হাজার টাকা জরিমানা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠির এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।