Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে যুবকের জরিমানা মাদ্রাসা ছাত্রীদের উত্যক্তের অভিযোগ

ঝালকাঠি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১২:৫২ এএম

ঝালকাঠির নেছারাবাদ জিনাতুননেছা মহিলা ফাজিল মাদ্রাসা ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম এম এ খালিদ বাবু (৩৩)। 

জানা যায়, ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকার এম এ ওয়াহিদের ছেলে এম এ খালিদ বাবু নেছারাবাদ জিনাতুননেছা মহিলা ফাজিল মাদ্রাসার ছাত্রীদের উত্যক্ত করে আসছিল। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষের নজরে আসে। বৃহস্পতিবার এনএস কামিল মাদ্রাসার ছাত্ররা বাবুকে মাদ্রাসা কমপ্লেক্স এলাকা থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পায় বাবু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝালকাঠিতে যুবকের জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ