Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিয়াতুল মোদার্রেছীনের মহাসম্মেলন : নোয়াখালী রংপুর ও ঝালকাঠিতে প্রস্তুতি সভা

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় মহাসম্মেলন সফলের লক্ষ্যে নোয়াখালী, রংপুর ও ঝালকাঠিতে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী ব্যুরো : আগামী ৩০ জানুয়ারি রাজধানীতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় মহাসম্মেলন সফল করার লক্ষ্যে নোয়াখালীর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. ওহিদুল হক ও সেক্রেটারী মাওলানা রুহুল আমিন চৌধুরী নোয়াখালীর ৯টি উপজেলা জমিয়ত নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক মতবিনিময় করেন। নোয়াখালীর প্রতিটি উপজেলা কমিটির পক্ষ থেকে মহাসম্মেলন যোগদানের লক্ষে দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সম্মেলন উপলক্ষে প্রতিটি উপজেলা কমিটির নেতৃবৃন্দ স্ব স্ব অঞ্চলের সদস্যদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ সাধনের উপর গুরুত্বারোপ করা হয়।
সংশোধনী
গত ২৬ জানুয়ারি মঙ্গলবার দৈনিক ইনকিলাবের ১২পৃষ্ঠার ৮ম কলামে প্রকাশিত সোনাইমুড়ীতে জমিয়াতুল মোদার্রেছীনের কমিটি গঠিত শীর্ষক সংবাদে সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ মুনীর, অধ্যক্ষ, সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদরাসা পড়তে হ্েব।
রংপুর জেলা ও মহানগর শাখার জরুরী সভা
গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা : মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক, পেশাজীবি সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের প্রধান কার্যালয় মহাখালী ঢাকায় শিক্ষক-কর্মচারী মহাসম্মেলন সফল করার লক্ষ্যে গতকাল জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন সফল করার লক্ষ্যে ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদ্রাসায় রংপুর জেলা ও রংপুর মহানগর শাখার যৌথ উদ্যোগে গতকাল বিকেল ৩টায় জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা শাখার সভাপতি, অধ্যক্ষ আলহাজ মাও. আ.ন.ম হাদীউজ্জামান। সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. মো. তাজুল ইসলাম, বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও. আ. আলীম, তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও. আব্দুল মান্নান, পীরগাছা উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও. মো. আব্দুর জাহের, কাউনিয়া উপজেলার জমিয়ত নেতা অধ্যক্ষ মাও. আ. রশিদ, গঙ্গাচড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও. আমিনুর রহমান, রংপুর মহানগর শাখার আহবায়ক মাও. মোহা. ইনামুল হক মাজেদী, সদস্য সচিব অধ্যক্ষ মাও. ইদ্রিস আলী, সদস্য মাও. মজিবর রহমান, সিরাজুল ইসলাম,মাও .হাফিদুল ইসলাম নুরী সহ রংপুর জেলা, মহানগর ও সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ-সুপারগণ উপস্থিত ছিলেন।
ঝালকাঠিতে মাদরাসা প্রধানদের সভা
ঝালকাঠি থেকে জেলা সংবাদদাতা : ৩০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহা সম্মেলনে যোগদান এবং সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা জমিয়াতুল মোদার্রেছীনের এক সভা এন,এস, কামিল মাদরাসার সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এন,এস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান, বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুর রশীদ, সম্পাদক, জেলা জমিয়াতুল মোদার্রেছীন, মাওলানা, দেলোয়ার হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মিজানুল হক আযাদী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মোস্তাকিম বিল্লাহ প্রমুখ জমিয়াতুল মোদার্রেছীনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীনের মহাসম্মেলন : নোয়াখালী রংপুর ও ঝালকাঠিতে প্রস্তুতি সভা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ