বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মদ জুয়া ক্যাসিনোর বিরুদ্ধে জনমত গঠনে ইমাম সমাজ সক্রিয় ভূমিকা রাখতে পারেন। ক্যাসিনোর গডফাদারদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। মদ জুয়া ক্যাসিনো মানুষের নৈতিকতা ধ্বংস করছে। অনৈতিক কর্মকা-ের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখতে হবে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ আয়োজিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংগঠনের সভাপতি প্রখ্যাত ক্বারী আবুল হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী। আরো বক্তব্য রাখেন, সেগুন বাগিচা জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল কাইয়ূম সোবহানী, মাওলানা বেলায়েত হোসেন আল-ফিরোজী, মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন, মাওলানা মীর মো. শোয়াইব আনছারী, মাওলানা আতাউর রহমান আতিকী, মাওলানা জাফর আহমাদ শাহপুরী ও মুফতি হক আনোয়ারুল। মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেন, সারাদেশের মসজিদের ইমাম-খতীবরা জুমার খুৎবা পূর্ব বয়ানে আলোকিত মানুষ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। ইমামরা মদ জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে জনমত গঠনেও সক্রিয়া ভূমিকা রাখতে পারেন। সভাপতির বক্তব্যে ক্বারী আবুল হোসাইন বলেন, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে ইমাম সমাজকে সোচ্চার থাকতে হবে। তিনি আগামী ১৯ অক্টোবর চকবাজার চত্বরে অনুষ্ঠিতব্য জাতীয় ইমাম সম্মেলন সফল করার উদাত্ত আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।