Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরুদের থেকে নারীদের দিকে বেশি নজর দিন : মোদিকে আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ২:২৩ পিএম

ভারতের নাগাল্যান্ডের রাজধানীতে ‘মিস কোহিমা প্যাজেন্ট’ প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে ভিকুওনুও সাচুকে নামে (১৮) এক প্রতিযোগীকে বিচারক প্রশ্ন করেন, ‘যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তালাপ করার সুযোগ পান, আপনি তাকে কী বলবেন?’

জবাবে ওই তরুণী বলেন, ‘যদি আমি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার আমন্ত্রণ পাই, তবে আমি তাকে বলব, গরুদের থেকে নারীদের দিকে বেশি নজর দিন।’
সাচুর জবাবে হাততালির শব্দ ধ্বনিত হয় গোটা হলে। বিচারক ও প্রতিযোগীর এই প্রশ্নোত্তর পর্বের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে। গত সোমবার পোস্ট হওয়া ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ৯৫ লাখ বার দেখা হয়েছে। সেই সঙ্গে ধুমছে চলছে লাইক শেয়ার ও কমেন্ট।

 


 

Show all comments
  • নূরুল্লাহ ১৬ অক্টোবর, ২০১৯, ৪:০৩ পিএম says : 0
    কাশ্মিরের নারিদের উপর কী বর্বরতা চলছে? ৭১ এর নির্যাতিত নারিদের জন্য যারা মাতম করেন সবসময় তাদের মুখ বন্ধ কেনো? আমরা তো সবসময় সোচ্চার হই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ