মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৈশ্বিক ক্ষুধার সূচকে ভারতকে অনেক পিছনে ফেলে ৮৮তম অবস্থানে বাংলাদেশ। ১১৭টি দেশের ওপর করা গেøাবাল হাঙ্গার ইনডেক্সে বলা হয়েছে, ভারত অবস্থান করছে ১০২ নম্বরে। ওই সূচকে বলা হয়েছে বাংলাদেশে ক্ষুধা কমেছে উল্লেখযোগ্যভাবে। কিন্তু এখনও ক্ষুধায় ভোগে বাংলাদেশ, যা গুরুত্বর। এই সূচকে বাংলাদেশের অর্জন ২৫.৮ পয়েন্ট। এর আগে ২০১০ সালে বালাদেশের এই স্কোর ছিল ৩০.৩। ১০০ পয়েন্টের ওপর ভিত্তি করে এই সূচক প্রণয়ন করা হয়। এক্ষেত্রে যে দেশ শূন্য স্কোর করে তাকে সবচেয়ে উত্তম দেশ ধরা হয়।
অর্থাৎ সেই দেশে ক্ষুধার্ত মানুষ নেই। আর ১০০ স্কোর করে যেদেশ সেই দেশ সবচেয়ে খারাপ অবস্থায়। অর্থাৎ সেই দেশে ক্ষুধার্ত মানুষের অবস্থা ভয়াবহ।
আয়ারল্যান্ডভিত্তিক কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড অ্যান্ড ওয়েথহাঙ্গারহিলফে মঙ্গলবার ২০১৯ সালের এই সূচক প্রকাশ করে। এতে চারটি সূচককে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। তা হলো- অপুষ্টি, শিশু মৃত্যু, শিশুদের অপচয় এবং শিশুদের বাড়তে না দেয়া। এর মধ্যে শিশুদের অপচয় বলতে বোঝানো হয়েছে ৫ বছর বয়সের নিচের শিশুদের, যারা তাদের উচ্চতার তুলনায় কম ওজনসম্পন্ন। এতে প্রচন্ড অপুষ্টিতে ভোগা বোঝানো হয়।
এ সূচকটি ইয়েমেন, জিবুতি ও ভারতের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য। ওই সূচকে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও চীনের চেয়েও নিচে অবস্থান করছে ভারত। পাকিস্তানের অবস্থান ৯৪। শ্রীলঙ্কা ৬৬। নেপাল ৭৩ এবং চীন ২৫তম অবস্থানে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।