পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সেনাবাহিনী পার্বত্য জনগণের জান-মাল রক্ষায় পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং উন্নয়ন কর্মকান্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সেনাবাহিনী কর্তৃক গত সেপ্টেম্বর মাসে অভিযানের মাধ্যমে ২টি দেশি/বিদেশী অস্ত্র ও ২৮ রাউন্ড অ্যামোনেশন উদ্ধার করা হয়। একই সাথে পার্বত্য চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়নসহ আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত ৭ সেপ্টেম্বর রয়েল থাই আর্মির কমান্ডার ইন চীফ এর আমন্ত্রণে ৩ দিনের সফরে থাইল্যান্ড গমন করেন। সেখানে তিনি ১৯টি দেশের সেনাপ্রধানের অংশগ্রহণে অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চীফস্ সম্মেলনে (ওচঅঈঈ) যোগদান করেন। গত ১৯ সেপ্টেম্বর ২সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশনের মোট ১৫টি দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং লজিষ্টিক্স এরিয়া দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। মানুষের সঙ্গে সুদৃঢ় সেতুবন্ধন গড়ে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে গত ২২ সেপ্টেম্বর মিরপুর ডিওএইচএস এ ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের ১১২তম শাখার উদ্বোধন করা হয়। কালচারাল সেন্টার ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। গত ২২ সেপ্টেম্বর সেনাবাহিনীর তত্ত্বাবধানে আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর্মি সুইমিং কমপ্লেক্স, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। ভারতের নৌ বাহিনী প্রধান এডমিরাল কর্মবীর সিং গত ২২ সেপ্টেম্বর সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।-আইএসপিআর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।