Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেঙে ফেলা হচ্ছে রাজধানীর রাজমনি সিনেমা হল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ৭:৫০ পিএম

বন্ধ হয়ে যাচ্ছে হাজারো ইতিহাসের সাক্ষী রাজধানীর রাজমনি সিনেমা হলটি। রোববার (১৩ অক্টোবর) হলটি থেকে মেশিন, সার্ভার খুলে ফেলা হয়েছে। আগামী সপ্তাহে ভেঙে ফেলার কাজ শুরু হবে। গণমাধ্যমে এমনটাই নিশ্চিত করেছেন হলটির মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনির ভাইপো মোহাম্মাদ শহীদুল্লাহ।
মোহাম্মাদ শহীদুল্লাহ বলেন, ‘দেশের সিনেমার অবস্থা খুব খারাপ সেজন্য হলটি আর চালানো সম্ভব হলো না। খুব দ্রুত হলটি ভেঙ্গে ফেলে কর্পোরেট ভবন নির্মাণ করা হবে।’
কাকরাইল মোড়ের দক্ষিণ-পূর্ব কোণায় অবস্থিত রাজমনি সিনেমা হল। দেশের চলচ্চিত্র শিল্পের উত্থান-পতনের সাক্ষী হয়ে যে কয়টি সিনেমা হল এখনো স্বমহিমায় তাদের কার্যক্রম অব্যাহত রেখে চলেছিল তাদের অন্যতম একটি এই সিনেমা হল এটি।
এদিকে রাজমনি সিনেমা হল ভেঙ্গে সিনেপ্লেক্স নির্মাণ হচ্ছে বলে যে খবর ছড়ানো হয়েছে সেটিকে গুজব বলে মোহাম্মাদ শহীদুল্লাহ আরও বলেন, ‘এখানে কোন সিনেপ্লেক্স হচ্ছে না। কর্পোরেট ভবন নির্মাণ হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি দেখেছি নিউজটি। কিন্তু খবরটি গুজব ছাড়া আর কিছুই নয়।’
১৯৮৩ সালে রাজমনি সিনেমা হল নির্মাণ করা হয়।



 

Show all comments
  • মোঃ ফারুক হোসেন ১৪ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম says : 0
    এটা মোটেও ঠিক হয়নি এইসব বিষয় নিয়ে সরকারের সাথে বসা দরকার মালিক কর্তৃপক্ষের ,এভাবে চলতে থাকলে দেশে একের পর এক সব সিনেমা হল বন্ধ হয়ে যাবে .তাই সরকারের উচিত সকল মালিক কর্তৃপক্ষকে একটা প্রণোদনা দেওয়া উচিত
    Total Reply(0) Reply
  • Saif ১৫ অক্টোবর, ২০১৯, ১:৫২ পিএম says : 0
    Valo news
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ