Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মদপান না করায় স্ত্রীকে তালাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ৩:২৫ পিএম

আধুনিক মহিলা হয়ে উঠতে না পারার অপরাধে স্ত্রীকে ৩ তালাক দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের বিহারে। ওই বধূর অভিযোগ, তাকে মদপান করতে ও খাটো পোশাক পরতে জোর করেছিলেন তার স্বামী।
ওই যুবতী জানিয়েছেন, ২০১৫ সালে আমাদের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পরই আমরা দিল্লি চলে আসি। কয়েক মাস পরই স্বামী আমায় শহরের অন্যান্য আধুনিক মেয়েদের অনুকরণ করতে বলে। খাটো পোশাক পরে নাইট পার্টিতে গিয়ে মদপান করতে বলে। আমি তাতে রাজি না হওয়ায় রোজ আমায় মারধর করত। কয়েক বছর ধরে এমন অত্যাচার করার পর দিনকয়েক আগে সে আমায় বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আমি তাতে রাজি না-হলে আমাকে সে ৩ তালাক দেয়।
এরপরই পুলিশে অভিযোগ করার পাশাপাশি মহিলা কমিশনেও অভিযোগ জানিয়েছেন ওই যুবতী।
বিহার মহিলা কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন, লোকটি তার স্ত্রীর উপর অত্যাচার করত। দুবার জোর করে তার গর্ভপাতও করিয়েছে। তারপর তাকে ৩ তালাক দেয় স্বামী। এই ঘটনায় মেয়েটির স্বামীকে আমরা নোটিশ পাঠিয়েছি। মুসলিম মহিলাদের নিয়ে ভারতের নতুন আইনে তাৎক্ষণিক তিন তালাককে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।



 

Show all comments
  • মোঃ আককাছ আলি মোল্লা ১৩ অক্টোবর, ২০১৯, ১০:২০ পিএম says : 0
    ভালো কাজ করেছ মা।তুমি মুসলিম তোমার আছে আল্লাহর ভয়।
    Total Reply(0) Reply
  • নূরুল্লাহ ১৬ অক্টোবর, ২০১৯, ৪:০৫ পিএম says : 0
    এমন আদর্শ নারিকে আমি মর্যাদায় গ্রহণ করতে রাজি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ