Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী ওয়াদা না রাখায় মেয়রকে ট্রাকের সঙ্গে বেঁধে শাস্তি দিলেন ক্ষুব্ধ চাষীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ২:২৩ পিএম

সম্প্রতি মেক্সিকোর লাস মারগারিটাস শহরে এই ঘটনাটি ঘটেছে। মেয়র জর্জ লুইস এসকানডনকে অফিস থেকে টানতে টানতে বাইরে নিয়ে আসেন ক্ষুব্ধ চাষীরা। তারপর তাঁকে মারধরও করা হয়।
ভোটের আগে কথা দিয়ে কথা রাখেননি। তাই অফিস থেকে মেয়রকে বের করে তাঁকে বেধরক মারধর করেন ক্ষুব্ধ মানুষ। এখানেই থেমে যাননি, তাঁকে একটি ট্রাকের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কয়েক কিমি শহরের রাস্তায় ঘোরানো হয়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ মেক্সিকোতে।
চাষীদের অভিযোগ ছিল যে, একটি প্রচার অনুষ্ঠানে চাষীদের বলা হয়েছিল একটি রাস্তা  তৈরি করে দেয়া হবে। কিন্তু সেই রাস্তা বছরের পর বছর ঘুরে গেলেও চাষীদের আশ্বাস পূরণ হয়নি।
ঘটনার কথা জানার পরই সাধারণ জনতার হাত থেকে মেয়রকে উদ্ধার করে স্টেট পুলিশ। ঘটনায় অভিযুক্ত ১১জন চাষীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ক্ষুব্ধ জনতার হাত থেকে মেয়রকে উদ্ধার করতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়দের মধ্যে হাতাহাতি চলে। ঘটনায় ২০ জন আহত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেক্সিকো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ