Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিন্স এবং ব্যবসায়ীদের দমনে আবারো ব্যবস্থা নিতে শুরু করেছে সউদী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৯, ৫:৩৪ পিএম

বেশ কয়েকজন রাজকুমার এবং ব্যবসায়ীর সম্পত্তি ও লেনদেনের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে সউদী কর্তৃপক্ষ। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘অ্যান ওল্ড ডিপ্লোম্যাট’ নামে একটি অ্যাকাউন্ট থেকে এই তথ্য জানানো হয়েছে। সেখানে এর প্রমান হিসেবে কিছু দলিলও প্রকাশ করা হয়েছে। মনে করা হচ্ছে, এটি ২০১৭ সালের রিটজ-কার্লটনের মতোই সউদী ব্যবসায়ী এবং প্রিন্সদের বিরুদ্ধে চালানো দ্বিতীয় অভিযান এটি।

‘অ্যান ওল্ড ডিপ্লোম্যাট’ থেকে করা টুইটে বলা হয়েছে, জমি বিক্রি বা লেনদেন নিষিদ্ধ করে সউদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রিয়াদের উত্তরে শেখ আজলান আল-আজলানের মালিকানাধীন বিশাল জমি দখল করেছেন। অপর এক টুইটে বলা হয়েছে, রিয়াদের উত্তরে হামাদ বিন সা’দানের মালিকানাধীন সংস্থার সম্পত্তির পরিচালনা ও বিক্রির উপরেও স্থগিতাদেশ দেয়া হয়েছে।

টুইটে সউদী রিয়েল এস্টেট বাজারের আকস্মিক ও দ্রুত পতনের পূর্বাভাস দেয়া হয়েছে। বলা হয়েছে, শেয়ার বাজারের ক্ষেত্রে ২০০৬ সালে যেমন হয়েছিল, সব শেয়ারের দাম ৫০ শতাংশ কিংবা আরো বেশি কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। রিয়াদ আল-মুস্তাকবাল রিয়েল এস্টেট, আবদুল রহমান আল-শেখ এবং মোহাম্মদ আল-এইদানের রিয়েল এস্টেট সম্পদও ফ্রিজ করা হয়েছে।

‘অ্যান ওল্ড ডিপ্লোম্যাট’ এর তথ্য মতে, যাদের রিয়েল এস্টেট সম্পদের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাদের মধ্যে ওলায়া রিয়েল এস্টেট সংস্থা, ইউনিস মোহাম্মদ আল-আওয়াদ, ইব্রাহিম বিন সায়দান এবং ইব্রাহিম আল-হারাবী ছাড়াও বাদশাহ সালমানের ভাই প্রিন্স বদর বিন আবদুলাজিজও আছেন। তালিকায় আরো আছেন মোসা, আদিল আল মুসা এবং সালেহ শুকাইর।

২০১৭ সালের নভেম্বর মাসে, যুবরাজ সালমান একটি ‘দুর্নীতি দমন অভিযান’ চালিয়েছিলেন। সেই অভিযানে শাসক পরিবারের প্রিন্স, প্রাক্তন কর্মকর্তা এবং মন্ত্রীদের অনেককেই গ্রেফতার করা হলে সমালোচনা শুরু হয়। গ্রেফতার করার পর সবাইকে বিখ্যাত রিটজ কার্লটন হোটেলের ভিতরে রাখা হয়েছিল। পরে, সউদী অ্যাটর্নি জেনারেল সৌদ বিন আবদুল্লাহ আল-মোয়াজাব ইঙ্গিত দিয়েছিলেন যে, দুর্নীতি দমন তদন্তের অংশ হিসাবে গ্রেফতারকৃত ব্যবসায়ীদের এবং কর্মকর্তাদের সাথে আর্থিক বন্দোবস্তের মাধ্যমে সরকার ১০০ বিলিয়ন ডলারের বেশি সংগ্রহ করতে সফল হয়েছে। সূত্র: নিউজ রিপাবলিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ