Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশপুরে আ’লীগ প্রার্থীর রঙ্গিন হ্যান্ডবিল !

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৯, ৪:৪১ পিএম

আসন্ন মহেশপুর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ময়জদ্দীন হামীদের পক্ষে রঙ্গিন হ্যান্ডবিল বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা গেছে বৈচিতলা, মহেশপুর ও খালিশপুর এলাকায় নৌকার প্রচার মাইকের গাড়ি থেকে এই রঙ্গিন হ্যান্ডবিল ভোটারদের মাঝে বিতরণ করা হচ্ছে। মহেশপুরের অনেক গ্রামেও বিতরণ করা হচ্ছে রঙ্গিন এই হ্যান্ডলি। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে এই রঙ্গিন হ্যান্ডবিল ছাপানো হয়েছে বলে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন অভিযোগ করেছেন। তবে আওয়ামীলীগ প্রার্থী ময়জদ্দীন হামীদ অভিযোগ অস্বীকার করে জানান, “এই হ্যান্ডবিল তার পক্ষ থেকে ছাপানো হয়নি। অল্প কথা দিয়ে আমি শুধু সাদামাটা পোষ্টার ছাপিয়ে বিতরণ করেছি। এটা কে বা কারা করেছে তা আমি জানি না। হয়তো কেও ষড়যন্ত্র করে করতে পারে বলেও তিনি জানান”। ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান বলেন, এমন রঙ্গিন হ্যান্ডবিল বিতরণ হচ্ছে কিনা তা আমি ম্যাজিষ্ট্রেট দিয়ে অনুসন্ধান করে ব্যবস্থা নিচিছ। তিনি বলেন নির্বাচন সচ্ছ ও গ্রহনযোগ্যতা করতে আমরা বদ্ধপরিকর। উল্লেখ্য ৫ম ধাপে ঝিনাইদহর কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় ১৪ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সরকারী দল আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীরা অংশ গ্রহন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ